বাংলাহান্ট ডেস্কঃ ২০২৪ সালে প্রধানমন্ত্রীর আসনে মোদী বিরোধী প্রধান মুখ কে হতে পারে, তা নিয়ে জলঘোলা চলছে রাজনৈতিক মহলে। এই প্রসঙ্গে অনেকবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নাম উঠতে দেখা গিয়েছে।
বাংলায় একুশের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বড় সাফল্য লাভের পর, একাধিকবার দিল্লী মসনদে মোদী বিরোধী প্রধান মুখ হিসেবে মাননীয়ার নাম উঠে এসেছে।
তবে তৃণমূল এগোলেও, কংগ্রেস কি তাঁদের এই দৌরাত্ম্য মেনে নেবে? তবে এই পরিস্থিতিতে মমত ব্যানার্জীর সঙ্গে দেখা হওয়ার আগে, সোনিয়া গান্ধী জানিয়েছেন, বিজেপির বিরুদ্ধে কোন দল গঠন করা হলে, তাঁর নেতৃত্ব দেবে ইউপিএ চেয়ারপার্সনই।
৫ দিনের জন্য দিল্লী সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এই সময় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী সহ অনেক বিরোধী দলনেতাদের সঙ্গে দেখা করতে পারেন বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে শনিবার কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেছেন, বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার জন্য সকল বিরোধী দলগুলোকে সোনিয়া গান্ধীর সঙ্গে একত্রিত হতে হবে।