কর্ণাটকের পুরসভার নির্বাচনে ধরাশায়ী বিজেপি, ব্যাপক উত্থান কংগ্রেসের

বাংলাহান্ট ডেস্কঃ আর মাত্র কয়েক ঘণ্টা, তারপরই আগামীকাল রবিবার সকাল থেকে শুরু হবে বাংলার ভোট গণনা। বুথ ফেরত সমীক্ষায় এবার বাংলার হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে। তবে, বাংলায় ভোট গণনার আগে বিজেপি শাসিত কর্ণাটকে ব্যাপক ধাক্কা খেল গেরুয়া শিবির। ইয়েদুরাপ্পার রাজ্যে উত্থান কংগ্রেসের।

কর্ণাটকে মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচনে ১০টি আসনের মধ্যে ৭টি গেল কংগ্রেসের ঝুলিতে। বিজেপির ঝুলিতে গেল মাত্র একটি পুরসভা। আসনের দিক থেকে বিচার করলে, ১১৯ আসনে জয়লাভ করেছে কংগ্রেস। আর বিজেপির ঝুলিতে গিয়েছে মাত্র ৫৬টি আসন। আরেকদিকে, কংগ্রেসের পুরনো সহযোগী জেডিএস-ও বিজেপির থেকে ভালো ফল করে ৬৭টি আসন দখলে করেছে।

রাজ্যে কংগ্রেসের বড় সাফল্যের পর প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার টুইট করে লিখেছেন, ‘আমাদের উপর ভরসা রাখার জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানাই। বিজেপি নিজেদের কৃতকর্মের শাস্তি পেয়েছে।” শিবকুমার এই সঙ্কটের মুহূর্তে রাজ্যের দলীয় কর্মীদের উচ্ছ্বাস না করার আবেদন করেন। তিনি এও বলেছেন যে, করোনার মহামারীর সময়ে আপনারা মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করুন।


Koushik Dutta

সম্পর্কিত খবর