বাংলাহান্ট ডেস্কঃ AIMIM-র উপর ওঠা সমস্ত অভিযোগের এবার পাল্টা জবাব দিলেন AIMIM সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসি (asaduddin owaisi)। বিহারের নির্বাচনে অংশগ্রহণ করে এবার তাদের টার্গেট বাংলা। সেইমত প্রস্তুতি চালাচ্ছে জোরকদমে। এরই মধ্যে আবার মিমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা নাকি বিজেপির ‘বি-টিম’। এবার এই কথার পাল্টা জবাব দিলেন আসাদউদ্দিন ওয়েইসি।
বাংলায় নির্বাচনে অংশগ্রহণের ঘোষণার পর থেকেই একদিকে কংগ্রেস এবং অন্যদিকে তৃণমূল সমানে আক্রমণ করে চলেছে মিমকে। এমনকি বিজেপির বি-টিম বলেও বহুবার অভিযোগ তুলেছে। সমস্ত অভিযোগের পাল্টা জবাব দিয়ে কংগ্রেসকে কোণঠাসা করলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।
আসাদউদ্দিন ওয়েইসির কথায়, ‘কংগ্রেস নামে একটা দল ছিল, যারা কিনা বর্তমান সময়ে ব্যান্ড বাজা পার্টিতে পরিণত হয়েছে। এখন তারা বলছে বিজেপির বি টিম নাকি আমরা। এখন তো দেখছি মমতা ব্যানার্জিও এসব শুরু করেছেন। আমাকে ছাড়া কি ওদের কথা বলার আর কোন বিষয় নেই, সেটাই তো আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না’।
After we announced to contest Bengal polls, the band-baaja party which was once known as Congress started saying that we're B team (of BJP). Mamata Banerjee also began saying things. Am I only one they can talk about? I belong to nobody but public: Asaduddin Owaisi, AIMIM (30.01) pic.twitter.com/Ffp9whJFSn
— ANI (@ANI) January 31, 2021
বিহার নির্বাচনে ৫ টি আসনে জয়লাভ করার পর, বাংলাকে টার্গেট করেছে আসাদউদ্দিন ওয়েইসি। বাংলায় ক্ষমতা দখলের লড়াইয়ে তারাও নাম লিখিয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনে অংশ নেবে বলে ঘোষণাও করে দিয়েছে আসাদউদ্দিন ওয়েইসির মিম। তবে রাজনৈতিক মতাদর্শদের ধারণা, বাংলায় পৃথক দল গঠন করে বিধানসভা নির্বাচনে অংশ নেওয়ায় বেশ কিছু ভোট কাটবে মিম। যার ফলে নির্বাচনে জয়ের পথ সুগম হবে বিজেপির। সেই কারণেই কংগ্রেস এবং তৃণমূল বারংবার বিজেপি বি-টিম বলে আক্রমণ করছে মিমকে।