রাহুল গান্ধীর পর কংগ্রেসে অফিসিয়াল অ্যাকাউন্ট ব্লক করল টুইটার, রেগে লাল গোটা দল

বাংলা হান্ট ডেস্কঃ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সমেত বহু নেতার অ্যাকাউন্ট বন্ধ করার পর এবার কংগ্রেস পার্টিরই অ্যাকাউন্ট ব্লক হল টুইটারে। বৃহস্পতিবার কংগ্রেস দাবি করে যে, তাঁদের অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে। কংগ্রেস জানায়, যতই অ্যাকাউন্ট ব্লক করুক না কেন, আমাদের লড়াই জারি থাকবে। কংগ্রেস জানায়, যখন আমাদের নেতাদের জেলে বন্দি করা হয়েছিল, আমরা তখনই ভয় পাইনি তাহলে এখন ভয় পাবো কেন। আমরা কংগ্রেস, আমরা লড়ব। লড়াই করতে থাকব। যদি নির্যাতিতাকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য আওয়াজ তোলা অপরাধ, তাহলে আমরা এই অপরাধ বারবার করব। জয় হিন্দ … সত্যমেব জয়তে।

আপনাদের বলে দিই, এর আগেও রাহুল গান্ধী দিল্লীর একটি নয় বছরের বাচ্চার সঙ্গে হওয়া ধর্ষণ আর খুনের পর তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। আর এরপর তিনি নির্যাতিতার পরিবারের পরিচয় ফাঁস করে টুইটারে ছবি পোস্ট করেছিলেন। ওনার এই কাজে জাতীয় শিশু সুরক্ষা কমিশন অভিযোগ জানানোয়, টুইটার শুধু ওনার অ্যাকাউন্ট ব্লক করেছিল।

রাহুল গান্ধী ছাড়া অখিল ভারতীয় কংগ্রেস কমিটির মহাসচিব তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মাকন, লোকসভায় দলের সচেতন মনিকম টেগর, অসমের পর্যবেক্ষক তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং আর মহিলা কংগ্রেস সভাপতি সুস্মিতা দেবের টুইটার অ্যাকাউন্ট লক করে দেওয়া হয়।

কংগ্রেসের সোশ্যাল মিডিয়া হেড রোহন গুপ্তা জানিয়েছেন যে, টুইতারের নিয়ম লঙ্ঘন করার জন্য দলের অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। কিন্তু আমি বলতে চাই যে, টুইটার সরকারের চাপে পড়ে এই কাজ করছে। গোটা ভারতে আমাদের ৫ হাজার নেতা-কর্মীর অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। এটা থেকে স্পষ্ট যে, টুইটার সরকারের চাপে পড়ে কাজ করছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর