চলল না অধীরের কথা! মমতার বিরুদ্ধে প্রার্থী না দেওয়ার ঘোষণা কংগ্রেসের

বাংলা হান্ট ডেস্কঃ বহুদিন আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ঘোষণা করেছিলেন যে, মুখ্যমন্ত্রীর সম্মান রাখতে ভবানীপুর কেন্দ্রে প্রার্থী দেবে না কংগ্রেস। যদিও, ভবানীপুর কেন্দ্রে উপ-নির্বাচনের ঘোষণা হওয়ার পর ভাবার সময় নিয়েছিল কংগ্রেস, কিন্তু সিদ্ধান্ত যে পুরোটাই অধীরবাবু নেবেন না, সেটাও বুঝিয়ে দিয়েছিল হাইকম্যান্ড।

অধীরবাবুর উপর দায়িত্ব দেওয়ার পর গতকাল বহরমপুরের সাংসদ জানিয়েছিলেন যে, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বে কংগ্রেস। কিন্তু অধীর চৌধুরীর সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে দিল কংগ্রেসের হাইকম্যান্ড। তাঁরা জানিয়ে দিল যে, এবারের ভবানীপুরের নির্বাচনে তাঁরা প্রার্থী দেবে না।

AICC-র তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, ভবানীপুরে কংগ্রেসের তরফ থেকে কোন প্রার্থী থাকবে না। বরঞ্চ তাঁরা তৃণমূলকে সমর্থন করে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে। কংগ্রেসের এই ঘোষণা যে চব্বিশের ভোটের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা বলাই বাহুল্য।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর