সৌতিক চক্রবর্তী,বোলপুর,বীরভূমঃ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে,বুকে কালো ব্যাজ পড়ে অনির্দিষ্টকালের জন্য কর্মীসভার আন্দোলনে নামলেন বিশ্বভারতীর কর্মীরা। গতকাল থেকেই বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে বিশ্বভারতীর কর্মীরা। এই অবস্থান বিক্ষোভ চলছে আজও। যার জেরে বিশ্বভারতীতে বন্ধ কাজকর্ম।
জানা গেছে, ২০১৬ সালে চালু হয়েছিল সপ্তম পে কমিশন। কিন্তু সেই কমিশনের বকেয়া টাকা পাচ্ছিলেন না বিশ্বভারতী কর্মীরা। এই বিষয়ে তারা বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও কোন ফল মেলেনি। এই অভিযোগের ভিত্তিতে তারা গতকাল থেকেই অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ করছেন বিশ্বভারতী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।
বিক্ষোভে সামিল এক কর্মী জানান, “যতদিন না এর কোন ফল পাওয়া যাচ্ছে বা আমরা যদি বকেয়া টাকা তড়িঘড়ি না পাই তাহলে আরো বৃহৎ আন্দোলন করবো।এই বিষয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক।”