এক মেসেজেই পর্দাফাঁস! মমতার বাড়ি ভাঙচুরের প্ল্যান! কড়া অ্যাকশন পুলিশের

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডে বর্তমানে উত্তাল রাজ্য রাজনীতি। মঙ্গলবার নবান্ন অভিযানের পর বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধের সাক্ষী থেকেছে বাংলা। সেদিনই আবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে রাজ্য বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল আনার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এসবের রেশ পুরোপুরি কাটার আগেই সামনে এল হোয়্যাটসঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুরের প্ল্যানের কথা!

  • মমতার (Mamata Banerjee) বাড়ি ভাঙচুরের পরিকল্পনা! গ্রেফতার ৩

আরজি কর কাণ্ডের (RG Kar Incident) পর প্রবল সমালোচনার মুখে পড়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিও তুলেছেন অনেকে। কিন্তু তাই বলে তাঁর বাড়ি ভাঙচুরের পরিকল্পনা! জানা যাচ্ছে, আরজি কর কাণ্ডের প্রতিবাদে ‘উই ওয়ান্ট জাস্টিস’ নামের একটি হোয়্যাটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়। সেখানেই মমতার বাড়ি ভাঙচুরের ছক কষা হয় বলে খবর।

   
  • পুলিশের হাতে গ্রেফতার কারা?

ইতিমধ্যেই এই ঘটনার জেরে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ৩ জন। এর মধ্যে রয়েছেন যুবক, তাঁর প্রেমিকা এবং প্রেমিকার মা। এছাড়া অরিজিৎ দে এবং স্বাগত বন্দ্যোপাধ্যায় নামে দু’জন যুবককেও আটক করা হয়েছে বলে খবর। এবার ওই হোয়্যাটসঅ্যাপ গ্রুপের (WhatsApp Group) বাকি সদস্যদের খোঁজ চালানো হচ্ছে।

আরও পড়ুনঃ ‘জামিনই দস্তুর…’! এবার কপাল খুলবে পার্থ-বালুর? সুপ্রিম কোর্টের এক পর্যবেক্ষণে তোলপাড়

আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনায় ফুঁসছে গোটা বাংলা। তারকা থেকে সাধারণ মানুষ, প্রত্যেকেই নিজেদের মতো করে ন্যায়বিচার চাইছেন। কেউ পথে নেমে প্রতিবাদ করছেন, কারোর আবার মাধ্যম সোশ্যাল মিডিয়া। নানান হোয়্যাটসঅ্যাপ গ্রুপ তৈরি করে সেখানেও বিভিন্ন কর্মসূচির প্ল্যান করা হচ্ছে বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে খবর, এই রকমই একটি হোয়্যাটসঅ্যাপ গ্রুপে রাজ্যের মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বাড়ি ভাঙচুরের ছক কষা হচ্ছিল ।

সুখেন্দু বন্দ্যোপাধ্যায় নামের একজন যুবক ওই হোয়্যাটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছিলেন বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। অভিযোগ, ওই গ্রুপেই একটি অডিও মেসেজ পাঠানো হয়েছিল। সেখানে মমতার বাড়ি ভাঙচুর করার পরিকল্পনা করা হয়। পরবর্তীকালে ওই অডিও বার্তা ভাইরাল হয়ে যায়। এরপর ওই গ্রুপে অডিও মেসেজ পোস্ট করা শুভম সেনশর্মার খোঁজে নামে পুলিশ। বাঁশদ্রোণী থানার পুলিশ ডানলপ এলাকা থেকে গ্রেফতার করে তাঁকে।

Mamata Banerjee

পুলিশের লাগাতার জিজ্ঞাসাবাদে শুভম নামের ওই যুবক জানান, প্রেমিকার মায়ের কথা শুনে হোয়্যাটসঅ্যাপ গ্রুপে ওই অডিও মেসেজ পোস্ট করেছিলেন তিনি। এরপর শুভমের পাশাপাশি তাঁর প্রেমিকা এবং প্রেমিকার মা-কে গ্রেফতার করে পুলিশ। জানা যাচ্ছে, ওই গ্রুপে নাকি ৩৬৩ জন সদস্য রয়েছেন। এখন বাকিদের খোঁজে পুলিশ। গ্রুপের অ্যাডমিন সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা যাচ্ছে। সেই সঙ্গেই মমতার (Mamata Banerjee) বাড়ি ভাঙচুর সংক্রান্ত ওই অডিও মেসেজের সঙ্গে কাদের কাদের যোগ রয়েছে সেটারও তদন্ত চলছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর