জোর ধাক্কা! অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘটের হুঁশিয়ারি! মিলবে না চাল-গম?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ রেশন (Ration) ব্যবস্থার ওপর নির্ভরশীল এদেশের বহু পরিবার। সরকারের তরফ থেকে বিনামূল্যে বা স্বল্প মূল্যে যে চাল, গম দেওয়া হয়, তা দিয়ে সংসার চলে অনেকের। এবার ভারত জুড়ে অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘটের হুঁশিয়ারি দিলেন রেশন ডিলাররা (Ration Dealers)। ইতিমধ্যেই এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

হঠাৎ কেন রেশন ধর্মঘটের ডাক দিলেন ডিলাররা (Ration Dealers)?

গত ২৮ ফেব্রুয়ারি দেশের সকল রাজ্যের খাদ্য সচিবদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় খাদ্য সচিব সঞ্জীব চোপড়া। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, আধার, মোবাইল নম্বরের পর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে রেশন কার্ড (Ration Card) লিঙ্ক করতে হবে গ্রাহকদের। এরপর সরাসরি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা পাঠিয়ে দেওয়ার কথা ভাবছে প্রশাসন। কেন্দ্র ও রাজ্যে দু’ধরণের রেশন ব্যবস্থা থাকায় এই পরিকল্পনা করা হয়েছে।

সেই সঙ্গেই এবার থেকে আর ন্যায্য মূল্য তথা ফেয়ার প্রাইস নয়, বরং ওপেন মার্কেট সেলস স্কিমে রেশন গ্রাহকদের সামগ্রী (Ration Items) কিনতে হবে। এরপর তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা পাঠিয়ে দেওয়া হবে। বর্তমানে রান্নার গ্যাসের ক্ষেত্রে যে ব্যবস্থা রয়েছে, রেশনের ক্ষেত্রেও তা চালু করার কথা ভাবা হচ্ছে।

আরও পড়ুনঃ Breaking: পিছিয়ে গেল দলের সর্বস্তরের নেতৃত্বের সঙ্গে অভিষেকের বৈঠক! হঠাৎ কী হল? শোরগোল রাজ্যে

ইতিমধ্যেই লাক্ষাদ্বীপ, পুদুচেরি, চণ্ডীগড় ও মহারাষ্ট্রে এপিএল গ্রাহকদের ক্ষেত্রে এই স্কিম চালু করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, গণবণ্টন ব্যবস্থা উঠে গিয়েছে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের অভিযোগ, আস্তে আস্তে সারা দেশে গণবণ্টন ব্যবস্থা তুলে দেওয়ার চক্রান্ত চলছে। সেই কারণে এবার প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হল (Ration Dealers)।

Ration Dealers

আগামী ১ এপ্রিল দিল্লিতে সংসদ অভিযানের ডাক দেওয়া হয়েছে। সেই সঙ্গেই প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও অভিযান। এরপর অনির্দিষ্টকালের জন্য দেশজুড়ে রেশন ধর্মঘটের (Ration Dealers Strike) হুঁশিয়ারি।

কেন্দ্রের তরফ থেকে রেশন নিয়ে নয়া ব্যবস্থার কথা পরিকল্পনা করা হয়েছে, তার বিরোধিতা করছেন রেশন ডিলাররা (Ration Dealers)। তাঁদের বক্তব্য, এক্ষেত্রে রেশন ব্যবস্থার কি আর প্রয়োজন থাকবে? কারণ একজন গ্রাহক নির্দিষ্ট কার্ডের ভিত্তিতে ন্যায্য মূল্য বা ভর্তুকিতে জিনিস কিনছেন। কে কতখানি রেশন পাবেন সেটা দেখে রেশন নিচ্ছেন। তবে সম্পূর্ণ বিষয়টাই যদি খোলা বাজারের দামের ওপর ভিত্তি করে হয় ও এরপর তাঁদের রেশন কার্ডের সঙ্গে সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ভর্তুকির টাকা জমা পড়ে, তাহলে এলপিজি গ্যাসের মতো বিষয়টি হয়ে যাবে।

আরও পড়ুনঃ ‘জোর করে না বললে আমরা কিছুই করব না’! যাদবপুরকাণ্ডে ফের বিস্ফোরক! এবার কাকে নিশানা সৌগতর?

রেশন ডিলারদের কথায়, আমরা প্রত্যেকে খোলা বাজারের দরে গ্যাস কিনি। কেউ ভর্তুকির টাকা পান, কেউ পান না। তাহলে এই ব্যবস্থার মধ্যে কি আর রেশন ডিলারদের কোনও রকম অস্তিত্ব থাকল না? এর ফলে বোঝাই যাচ্ছে, গণবণ্টন ব্যবস্থা বা রেশন ব্যবস্থা ভেঙে ফেলার চক্রান্ত চলছে।

এদিকে রেশন ডিলারদের (Ration Dealers) তরফ থেকে অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘটের হুঁশিয়ারি দেওয়া হতেই চিন্তায় পড়েছেন বহু গ্রাহক। তাহলে কি রেশন দোকান থেকে মিলবে না চাল, গম সহ বাকি রেশন সামগ্রী? ইতিমধ্যেই দেখা দিয়েছে এই প্রশ্ন। আগামীদিনে এই ইস্যু কোন দিকে মোড় নেয় এবার সেটাই দেখার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X