আগস্ট মাসেই আমেরিকায় ফের ক্ষমতায় আসছে ট্রাম্প! দাবি ঘিরে চিন্তা বাড়ল মার্কিন সরকারের

বাংলা হান্ট ডেস্কঃ আমেরিকায় (United States) রাষ্ট্রপতি নির্বাচনের পর ডেমোক্র্যাটিক পার্টির নেতা জো বাইডেন (Joe Biden) জয় হাসিল করে সর্বোচ্চ পদে বসেছেন। কিন্তু এখন ওই দেশে গুজব ছড়িয়েছে যে, আগস্ট মাসে রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) আরও একবার রাষ্ট্রপতি পদে বসতে পারেন। এই গুজব হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের চিন্তা বাড়িয়ে তুলেছে।

রিপোর্ট অনুযায়ী, আগস্ট মাসে রাষ্ট্রপতি রুপে ডোনাল্ড ট্রাম্পকে বহাল করার আজব পরামর্শের পর মার্কিন প্রসাশনে চাঞ্চল্যকর পরস্থিতির সৃষ্টি হয়েছে। এই দাবি সিডনি পাওয়েল এবং প্রাক্তন রাষ্ট্রপতির ঘনিষ্ঠরা করেছেন। নির্বাচনে হারের পর এক আইনজীবীর বিরুদ্ধে মামলাও চলছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, ভোটিং মেশিনের অপারেটর আর ভেনেজুয়েলার কমিউনিস্ট নেতাদের সঙ্গে ষড়যন্ত্র করে ট্রাম্পকে ভোটে হারানো হয়েছে।

নিউ ইউর্ক টাইমের রিপোর্টার ম্যাগি হ্যারিসন মোতাবেক, ট্রাম্প নিজেই মানেন যে তিনি আগস্ট মাসে পুনরায় আমেরিকার রাষ্ট্রপতি হতে পারেন। যদিও, এটা কীভাবে সম্ভব তা এখনও স্পষ্ট নয়। মার্কিন এক সংবাদমাধ্যমে বলা হয়েছে যে গোয়েন্দা বিভাগের শীর্ষস্থানীয় আধিকারিক জন কোহেনকে আগস্টে একটি ব্যক্তিগত কথোপকথনের সময় কংগ্রেসের সদস্যরা এই গুজব নিয়ে প্রশ্ন করেছিলেন।

তিনি বলেন, স্পষ্টরুপে এই ভবিষ্যৎবাণী নিয়ে গম্ভীর চিন্তা ছিল কারণ একটি মিথ্যে কাহিনী ছড়ানো হয়েছিল যে, ট্রাম্পের সঙ্গে নির্বাচনে প্রতারণা করা হয়েছিল। এই কাহিনী তাঁর সমর্থকদের দ্বারা একটি হিংসাত্মক প্রতিক্রিয়ার আশঙ্কা সৃষ্টি করেছিল।

দ্য ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া বয়ানে হোমল্যান্ড সিকিউরিটি (DHS) বিভাগের এক মুখপাত্র বলেন, DHS হিংসা আর কট্টরপন্থী বিচারধারার পাশাপাশি ঘৃণিত আর মিথ্যা তথ্যের ষড়যন্ত্রের তদন্ত করছে। DHS সোশ্যাল মিডিয়ায় আর অন্য অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ছড়ানো অপপ্রচার, ষড়যন্ত্রের সিদ্ধান্ত এবং কট্টরপন্থী মনোভাবের থেকে প্রেরিত হিংসার কাজ রোখার জন্য নিজেদের ক্ষমতা বাড়াচ্ছে।”


Koushik Dutta

সম্পর্কিত খবর