কদিন আগেই উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী, সেই রেল লাইন উড়িয়ে দেওয়ার ছক! বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা

বাংলাহান্ট ডেস্ক : গত ৩১শে অক্টোবর উদয়পুর এবং আমেদাবাদের মধ্যে একটি নতুন রেললাইন তৈরি করা হয়। এই লাইনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। জানা গেছে, শনিবার গভীর রাতে উদয়পুর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে সালুম্বর রোডের ওধা রেল ব্রিজে সকাল ১০টার দিকে হঠাৎ এক বিশাল বিস্ফোরণের শব্দ হয়। এর ফলে আশপাশের লোকজনের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়।

এরপরেই বেশ কয়েকজন মানুষ রেল ব্রিজের কাছে গেলে তারা দেখতে পান অনেক জায়গায় রেললাইন ভাঙা। এমনকী রেললাইনে গোলাবারুদ পাওয়া গেছে বলেও জানা যায়। কিন্তু অপরদিকে, সেতুর নাট-বোল্টও পাওয়া যায়নি এবং ট্র্যাকে লোহার পাতও উপড়ে গেছে। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানায়। এরপরে, রেলওয়ের ওই ট্র্যাক দিয়ে যাওয়া সমস্ত ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ ও প্রশাসনের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছেছেন। সন্ত্রাসী ঘটনার বিষয়টি আঁচ করে ATS টিমও সকালে পৌঁছেছে। আপাতত এই পুরো বিষয়টি নিয়ে এখন তদন্ত চলছে।

ঘটনার পর উদয়পুরের এসপি বিকাশ শর্মার বক্তব্য সামনে এসেছে। তিনি বলেন যে, প্রাথমিক তদন্তে জানা গেছে এর পিছনে আরও বড় কোনো ষড়যন্ত্র রয়েছে। সম্ভবত ট্রেনের এই ট্র্যাকটিকে উড়িয়ে দেওয়ার জন্য এটি করা হয়েছিল। বম্ব স্কোয়াড ও ফরেনসিক দল ঘটনাস্থলে গিয়ে সমস্ত প্রমান সংগ্রহের চেষ্টা করছে। উদয়পুর রেলওয়ের এরিয়া ম্যানেজার বদ্রী প্রসাদ বলেন যে, উদয়পুর-আমেদাবাদ লাইনে দুটি ট্রেনই স্থগিত করা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব লাইন মেরামত করা হচ্ছে। ষড়যন্ত্রের পিছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। উদয়পুর-আমেদাবাদ রেললাইনটি সম্পূর্ণ করতে ছয় বছর লেগেছিল।

Udaypur track

প্রসঙ্গত উল্লেখ্য, এই ট্র্যাকটি তৈরিতে প্রায় ১৭০০ কোটি টাকা খরচ হয়েছে। উদয়পুর থেকে আমেদাবাদের সংযোগের জন্য একটি ২৯০ কিলোমিটার দীর্ঘ ট্র্যাক তৈরি করা হয়। এর ওপর নির্মিত হয়েছে শতাধিক সাব-ওয়ে ও আন্ডারপাস। যাতে স্থানীয় লোকজনকে রেললাইন পার হতে না হয়। আগে উদয়পুর থেকে আমেদাবাদ পৌঁছানোর জন্য সরাসরি রেল যোগাযোগ ছিল না। তাই এই ট্র্যাকটি খুব সুবিধাজনক ছিল, কিন্তু এতে বিপত্তি ঘটে যাওয়ায় সমস্যার মুখে বহু মানুষ এবং প্রশাসন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর