বাংলাহান্ট ডেস্কঃ কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি পদে নির্বাচিত সোনিয়া গান্ধীর (Sonia gandhi) বিরুদ্ধে গিয়ে বৃহস্পতিবার মহারাষ্ট্রে শিবসেনা রাহুল গান্ধীকে (Rahul gandhi) সমর্থন করেছে। সোনিয়া গান্ধী যাতে পূর্ণকালীন সভাপতি পদে থাকতে পারেন, সেই কারণে ২৩ জন কংগ্রেস নেতা পত্র লিখেছিলেন। শিবসেনা এই ২৩ জন কংগ্রেস নেতার বিষয়ে কড়া সমালোচনা করে বলেছে, কংগ্রেসে রাহুল গান্ধীর নেতৃত্ব শেষ করার চক্তান্ত চলছে।
সামনা পত্রিকায় শিবসেনা বলে, যখন রাহুল গান্ধী কংগ্রেস সভাপতির পদত্যাগ করেছিলেন, এই নেতারা তখন কোথায় ছিলেন? এমনকি যখন রাহুল গান্ধীকে বিজেপি আক্রমণ করেছিল, তখনই বা এনারা কোথায় ছিলেন? দলের মধ্যেকার সদস্যরা যখন রাহুল গান্ধীর পদত্যাগের জন্য উদ্বুদ্ধ হয়েছিলেন, তখন এই নেতাদের অবস্থান সম্পর্কেও প্রশ্ন তোলা হয়েছে।
Shiv Sena speaks up in support of Rahul Gandhi, lashes out at Congress leaders for writing to Sonia Gandhihttps://t.co/LXwnGLT7th
— OpIndia.com (@OpIndia_com) August 27, 2020
সেইসঙ্গে আরও লেখা হয়, এর মধ্যে বেশ কিছু জেলা স্তরের নেতৃত্ব আসন ফাকা রয়েছে। কংগ্রেসের বড় নেতারা পার্টি অপেক্ষা শুধমাত্র নিজেদের আসন বাচানোর লক্ষ্যে অবতীর্ণ। যদি কারো স্বার্থে আঘাত লাগে, সে বিজেপিতে যোগ দিচ্ছে। দলের এই সদস্যদের কাজের দায় কি করে নেব রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী?
সোমবার এই চিঠিকে ঘিরে কংগ্রেসের সভায় অনেক বির্তকের সৃষ্টি হয়। চিঠিতে দলের এই সকল নেতাদের রাজনীতির করোনা ভাইরাস বলেও অভিহিত করা হয়।