জামাতিদের পালাতে সাহায্য করতে গিয়ে ধৃত দিল্লী পুলিশের জওয়ান

বাংলা হান্ট ডেস্কঃ দেশে দ্রুত গতিতে আধিপত্য বিস্তার করছে করোনা ভাইরাস (Coronavirus)। সরকার সমেত দেশের প্রতিটি মানুষ এই বিষয়ে আতঙ্কের মধ্যে আছেন। এই ভাইরাসের প্রকোপ রোখার জন্য সরকার সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। মহামারী হয়ে যাওয়া এই ভাইরাসের বিরুদ্ধে মানুষও সরকারের সহযোগিতা করছে। কিন্তু কিছু মানুষের অসচেতনতা আর নির্বোধের মতো কাজের জন্য এই ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে।

imran

বুধবার দিল্লী পুলিশের (delhi police) এমনই এক কনস্টেবলকে গ্রেফতার করে গাজিয়াবাদ পুলিশ (Ghaziabad Police), যে নিজের উর্দির ক্ষমতায় করোনায় আক্রান্ত হওয়া সন্দেহভাজনদের পালাতে সাহায্য করছিল। গাজিয়াবাদ পুলিশের এই অভিযানে ধৃত সবাই দিল্লীতে নিজামুদ্দিনের তাবলীগ জামাতের অনুষ্ঠানে অংশ নিয়েছিল।

গত বুধবার ১লা এপ্রিল গাজিয়াবাদ পুলিশ সতর্কতা দেখিয়ে দিল্লী পুলিশের এক কনস্টেবল সমেত ৯ জনকে গাজিয়াবাদ বর্ডারের পাশ থেকে গ্রেফতার করে। ওই কনস্টেবলের নাম ইমরান। গাজিয়াবাদ পুলিশের অভিযোগ বুধবার দিল্লী পুলিশের কনস্টেবল ইমরান ৮ জামাতিকে দিল্লী বর্ডার ক্রস করার সাহায্য করছিল। পুলিশ সবাইকে হেফাজতে নিয়ে আপাতত কোয়ারেন্টাইনে পাঠিয়েছে।

delhi jamat

গাজিয়াবাদ পুলিশের আধিকারিক বলেন, কনস্টেবল ইমরানের সাথে ধৃত সমস্ত করোনা সন্দেহভাজনকে একটি নার্সিং হোমের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইমরান গাজিয়াবাদের অশোক বিহারের বাসিন্দা। যদিও দিল্লী পুলিশ এই মামলাকে ধামাচাপা দিতে চেষ্টা করছে। কিন্তু এবার গাজিয়াবাদ পুলিশ এই তথ্য সামনে আনার পর বিপাকে দিল্লী পুলিশ। সুত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দিল্লী পুলিশ এবার বিচার বিভাগীয় তদন্ত করছে। কিন্তু এখনো পর্যন্ত কোন অফিসিয়াল বয়ান সামনে আসেনি।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর