বাংলা হান্ট ডেস্কঃ এই নিয়ম প্রথম দেশের মধ্যে শুরু হয়েছিল মহারাষ্ট্রে, এবার একে একে কংগ্রেসশাসিত রাজ্যগুলি রাজস্থান, মধ্যপ্রদেশ ছত্তিশগড়েও বাধ্যতামূলক হতে চলেছে সংবিধান শিক্ষা। আগামীদিনে ভবিষ্যত্ প্রজন্মকে সংবিধান বিষয়ে সঠিক ধারণা দিতেই এই সিদ্ধান্ত নিতে চলেছে কংগ্রেসশাসিত রাজ্যগুলি।
আপাতত মহারাষ্ট্র ছাড়া আরও তিন রাজ্যে শুরু হতে চলেছে এই নিয়ম। মহারাষ্ট্রে যেমন নিয়ম চালু করা হয়েছে, সপ্তাহে অন্তত একটা দিন পড়তেই হবে সংবিধানের প্রস্তাবনা। পড়ুয়াদের মধ্যে ছোটবেলা থেকেই যাতে সংবিধান মেনে চলার একটা অভ্যস তৈরি হয় তার জন্যই এই নিয়ম চালু করা হয়েছে।
মহারাষ্ট্র সরকারের পথে হাঁটছে রাজস্থানের কংগ্রেস সরকার। মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানিয়ে দিয়েছেন, সাধারণতন্ত্র দিবসের পর থেকে রাজ্যের যাবতীয় স্কুল কলেজে সপ্তাহে একদিন করে সংবিধানের প্রস্তাবনা পাঠ করাতে হবে। আগামী ২৭ জানুয়ারি থেকে প্রতিদিনই সংবিধানের প্রস্তাবনা পাঠ করবে পডু়য়ারা। শুধু তাই নয়, রাজ্য সরকার অনুমোদিত সমস্ত পাঠ্য বইয়ে সংবিধানের প্রস্তাবনা লেখা থাকবে।
একই পথে পদক্ষেপ করেছে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় সরকারও। মধ্যপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, এখন থেকে প্রতি সপ্তাহে সোমবারের প্রার্থনা শেষে স্কুলে পড়ুয়াদের সংবিধানের প্রস্তাবনা পড়তে হবে। একইভাবে ছত্তিশগড় সরকার প্রতি শনিবার সংবিধানের প্রস্তাবনা পাঠ বাধ্যতামূলক করেছে। একে একে বাকি কংগ্রেস শাসিত রাজ্যেও এই নিয়ম কার্যকর করা হবে বলে সূত্রের খবর। আগামী প্রজন্ম যাতে স্কুলজীবন থেকেই সংবিধানের ধর্মনিরপেক্ষতার শিক্ষা পায়, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নিতে চলেছে কংগ্রেস।