বাংলা হান্ট ডেস্কঃ আদালত পর্যন্ত গড়িয়েছে জল। সেই সমবায় ভোট ঘিরে কাঁথিতে (Contai Co Operative Election) সকাল থেকে দফায় দফায় উত্তেজনা। এদিকে এরই মধ্যে ‘ভুয়ো’ ভোটার ধরতে ঘটনাস্থলে হাজির হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক অখিল গিরি (Akhil Giri)। আর সেখানেই বিপত্তি। সূত্রের খবর, রামনগরে ভোটগ্রহণ কেন্দ্রের অদূরে পড়ে যান অখিলবাবু। হাতে ভালোই চোট পেয়েছেন তিনি। বর্তমানে চিকিৎসাধীন শাসকদলের বিধায়ক।
প্রাক্তন মন্ত্রীর অভিযোগ, সমবায় ব্যাঙ্কের ভোটে কেন্দ্রে ভুয়ো ভোটার ঢুকতে মদত দিচ্ছে পুলিশ। তাতে বাধা দিতে যান তিনি। সেই সময়ই পুলিশের হাতে আক্রান্ত হন। অখিলের কথায়, “পুলিশের লোকটাই আমাদের গায়ে হাত তুলেছে। জেরক্স কপি নিয়ে এসেছে বলে ভোট দিতে দিচ্ছে না ওরা। ” ভোটারদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। কার্ড ব্যাঙ্কের কার্ডের মান্যতা নিয়েও প্রশ্ন তোলেন।
অখিলের অভিযোগের প্রেক্ষিতে বিজেপির দাবি, যদি ওনার অভিযোগ সত্যি হয় তাহলে এই নিয়ে তদন্ত করা উচিত। পুলিশ তো ওনাদেরই। তবে অখিল গিরিই অশান্তি পাকানোর চেষ্টা করেছিলেন বলে অভিযোগ বিজেপির।
বিজেপি-র অভিযোগ, তাদের সমর্থক, কথিত ভোটারদের ভোটদানে বাধা দিচ্ছে তৃণমূল। হুমকি দিয়ে ভয় দেখানো হচ্ছে। বিজেপির ক্যাম্প অফিসও ভাঙচুর চালানো হয়েছে। তৃণমূলের পাল্টা তীর গেরুয়া শিবিরের দিকে। তাদের অভিযোগ, ভোটারদের টাকা বিলি করে ভুল পথে চালিত করছে বিজেপি। এমনকি মারধর ও হুমকি দেওয়া হচ্ছে। সবমিলিয়ে উত্তাল পরিস্থিতি কাঁথিতে।