SSC ইস্যুঃ মমতাকে ধরানো হল আদালত অবমাননার নোটিশ! জেল সহ আর কী কী শাস্তি হতে পারে?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি মামলায় (SSC Recruitment Scam) সুপ্রিম-রায় নিয়ে উত্তাল বাংলা। সম্প্রতি দুর্নীতির জেরে ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে শীর্ষ আদালত (Supreme Court)। একধাক্কায় চাকরি হারিয়েছেন ২৫,৭৫২ জন। এবার এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে নিজের মন্তব্যের জেরে আদালত অবমাননার নোটিশ পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে দেখা করে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেন তিনি। এরপরেই সামনে এল এই খবর।

আদালত অবমাননার নোটিশ পেলেন মমতা (Mamata Banerjee)!

সোমবার চাকরিহারাদের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের রায়ে তাঁর হৃদয় পাথর হয়ে গিয়েছে। সেই সঙ্গেই এর রায়ের নেপথ্যে ‘অন্য কোনও খেলা’ রয়েছে কিনা সেই প্রশ্ন তোলেন তিনি। বাংলার শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ আনেন মমতা।

মুখ্যমন্ত্রী বলেন, ‘মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারির কথা ভুলে গেলেন? নিটেও কেলেঙ্কারি হয়েছে। তবে সেসবে তো কারোর চাকরি যায়নি। শুধু বাংলায় কিছু হলেই চক্রান্ত? রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার চক্রান্ত হচ্ছে। এই রায়ের পিছনে অন্য কোনও খেলা নেই তো?’

আরও পড়ুনঃ ৫ বিঘার বেশি WAQF জমি জবরদখলের অভিযোগ ফিরহাদের বিরুদ্ধে! রিপোর্টে আসতেই মুখ খুললেন পুরমন্ত্রী

এসএসসির মামলার সুপ্রিম-রায় নিয়ে মমতার (Mamata Banerjee) এহেন মন্তব্য ঘিরে জোর শোরগোল পড়ে গিয়েছিল। এবার জানা গেল, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ ইস্যু করা হয়েছে।

CM Mamata Banerjee meeting with SSC recruitment scam victims

এক্ষেত্রে প্রশ্ন উঠছে, আদালত অবমাননার (Contempt of Court) ক্ষেত্রে কী সাজা হতে পারে? জানা যাচ্ছে, আদালত অবমাননা আইন, ১৯৭১ অনুযায়ী যদি কোনও ব্যক্তি আদালত অবমাননার ক্ষেত্রে দোষী সাব্যস্ত হন, তাহলে তাঁকে ৬ মাস অবধি কারাদণ্ড, ২০০০ টাকা অবধি জরিমানা অথবা দু’টোই করা হতে পারে। তবে অভিযুক্ত ব্যক্তি যদি সন্তোষজনক ক্ষমা চান, তাহলে আদালত তাঁর শাস্তি মকুব করে দিতে পারে।

উল্লেখ্য, গত বছরই দুর্নীতির জেরে ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও প্রায় ২৬০০০ চাকরিজীবীর চাকরি বাঁচানো যায়নি। যোগ্য-অযোগ্য বাছাই করা সম্ভব না হওয়ায় ২৫,৭৫২ জনের চাকরি বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত। এরপর যোগ্যদের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি সুপ্রিম-রায় নিয়ে বেশ কিছু মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার সেই সূত্রেই আদালত অবমাননার নোটিশ পেলেন মুখ্যমন্ত্রী।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X