SSC ইস্যুতে আরও জট, এবার রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হাইকোর্টে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি (SSC Recruitment Scam) ইস্যুতে তোলপাড় রাজ্য। আপাতত ‘দাগি’ নন এমন শিক্ষক-শিক্ষিকারা স্কুলে যাওয়ার অনুমতি পেয়েছে সুপ্রিম কোর্ট তরফে। তবে এরই মধ্যে হাইকোর্টে (Calcutta High Court) রাজ্যের বিরুদ্ধে দায়ের হল আদালত অবমাননার মামলা। চলতি মাসেই এসএসসি ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে ‘অযোগ্য’ বা ‘দাগি’ শিক্ষক- শিক্ষাকর্মীদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু এখনও পর্যন্ত সেই নির্দেশ কার্যকর হয়নি।

আদালত অবমাননার মামলা হাইকোর্টে | Calcutta High Court

আদালতে অভিযোগ, দু’সপ্তাহ কেটে গেলেও ‘অযোগ্য’দের বেতন ফেরানোর বিষয়ে এখনও রাজ্য সরকার কোনও পদক্ষেপ করেনি। পাশাপাশি সুপ্রিম নির্দেশ মতো চাকরিহারাদের উত্তরপত্র বা ওএমআর শিটও এখনও প্রকাশ করা হয়নি। এই অভিযোগেই এবার আদালত অবমাননার মামলা দায়ের করা হল কলকাতা হাই কোর্টে।

হাইকোর্ট সূত্রে খবর, বৃহস্পতিবার উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী। মামলা দায়েরের অনুমতি মিলেছে। সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা। শুনানি হতে পারে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। প্রসঙ্গত, গত বছর SSC ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছিল বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চই।

SSC নিয়োগ দুর্নীতি মামলায় চাকরিহারা ‘অযোগ্য’দের সবাইকে ১২% সুদ সহ বেতন ফেরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্যানেলে নাম নেই এমন প্রার্থী কিংবা যারা সাদা খাতা জমা দিয়ে বা উত্তরপত্র অর্থাৎ ওএমআর শিটে জালিয়াতি করে চাকরি পেয়েছেন, তাদের সকলকে সুদ সহ সমস্ত বেতন ফেরাতে হবে।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টি! আজ কালবৈশাখী ঝড় এই ৬ জেলায়: আবহাওয়ার খবর

সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী সেই সংখ্যা ৫ হাজার ৪৮৫ জন। SSC-র নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি-তে বেআইনি নিয়োগের ক্ষেত্রে এই টাকা ফেরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কাউকে ফেরাতে হবে ১২ লক্ষ, কাউকে ২০ লক্ষের মতো। কিন্তু এখনও কেউ সেই টাকা ফেরত দেননি। টাকা ফেরত নেওয়ার জন্য কোনো পদক্ষেপ করেনি রাজ্য সরকার। এই নিয়েই এবার মামালা হাইকোর্টে। অস্বস্তি আরও বাড়ল রাজ্যের।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X