স্বাধীনতা দিবসে কনটেন্ট ইভেন্টের আয়োজন করল ভারত সরকার! ভিডিও ও লেখা পাঠানো যাবে এই বিষয়ে

বাংলা হান্ট ডেস্ক : আসছে ১৫ আগস্ট (15th August)। ভারতের ৭৬তম (76th Independence Day of India) স্বাধীনতা দিবসের (Independence Day) উদযাপনে ইতিমধ্যেই মেতে উঠেছে ভারতবাসী। প্রতি বছরের মতো এবছরও তেরঙ্গায় মুখ ঢাকবে দেশ। আর স্বাধীনতা দিবসের এই বর্ণাঢ্য অনুষ্টানকে আরও রঙিন করে তুলতে বিশেষ উদ্যোগ নিল ভারত সরকার (Government of India)।

সাধারণ মানুষের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা করল দিল্লি। একাধিক বিষয়ে লেখা এবং ভিডিও পাঠাতে পারবেন দেশের নাগরিকরা। যে যে বিষয়ে প্রবন্ধ এবং ভিডিও পাঠানো যাবে সেগুলি হল –

১) স্বাধীনতা সংগ্রামের নায়ক এবং স্বাধীনতা সংগ্রামীরা।
২) স্বাধীনতার পরবর্তী সময়ের বর্তমান ভারত গঠনের উল্লেখযোগ্য প্রাপ্তি এবং ঘটনা।
৩) স্বাধীনতার পর ক্রীড়া, টেকনোলজি, বিজ্ঞান, মহিলাদের ক্ষমতায়ন, ভারতের সশস্ত্র সেনাদল, চিকিৎসা বিজ্ঞান বিষয়ে উল্লেখযোগ্য সাফল্য।
৪) অর্থনীতি, রাজনীতি, বর্হিবিশ্বে ভারতের অবস্থান, জনসংখ্যা ইত্যাদি বিষয়ে আগামী ১০ বছরে সরকারের পরিকল্পনা।

independence day 2023

এরই সঙ্গে এই অনুষ্ঠানের অংশ হবে স্বাধীনতা দিবস সংক্রান্ত খবর। ওই বিশেষ দিনের খবর লিখিত এবং ভিডিও আকারে পাঠানো যাবে বলে জানিয়েছে নয়া দিল্লি।

প্রতি বছর স্বাধীনতা দিবস একটি ভিন্ন থিম নিয়ে পালিত হয়, যা প্রতি বছর ভিন্ন। এই বছর অর্থাৎ ২০২৩ সালের স্বাধীনতা দিবসের থিম হল ‘জাতি প্রথম, সর্বদা প্রথম’। প্রতি বছরের মতো এবারও লাল কেল্লার প্রাচীর থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

প্রতি বছরের মতো এই বছরও ১৫ আগস্ট তেরঙার রঙে মেতে থাকতে দেখা যাবে দেশকে। ৭৫ বছর আগে স্বাধীনতা পাওয়া একটি বড় চ্যালেঞ্জ ছিল কিন্তু তার চেয়েও বড় এবং বাস্তব চ্যালেঞ্জ হল ভারতের স্বাধীনতা বজায় রাখা এবং গণতন্ত্রকে উন্নত করা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর