“ভারত ১২ জনে খেলে পাকিস্তানকে হারিয়েছে”, বিস্ফোরক মন্তব্য প্রাক্তন পাকিস্তান কোচের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: হার্দিক পান্ডিয়া’র অলরাউন্ড পারফরম্যান্সে বড় করে ভারত গত রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচে অসাধারণ জয় পেয়েছে। ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স করার পাশাপাশি বল হাতেও নিজের প্রতিভা চিনিয়েছেন হার্দিক।দুই সেট ব্যাটসম্যান সহ তিনটি উইকেট নিয়ে এবং ব্যাট হাতে মারকাটারি ৩৩ রানের মারকাটারী ইনিংস খেলে তিনি পাকিস্তানের হাতের মুঠো থেকে জয় ছিনিয়ে নেন। এই জয়ের পর গোটা ক্রিকেটবিশ্ব হার্দিক পান্ডিয়াকে কুর্নিশ জানিয়েছে। এমনকি পাকিস্তানের প্রাক্তন কোচ মিকি আর্থারও হার্দিককে স্বাগত জানিয়ে বলেছেন যে তিনি এখন আগের থেকে অনেক পরিণত ক্রিকেটার হয়ে উঠছেন।

“মিকি আর্থার আরও বলেছেন, “ও একজন অসাধারণ ক্রিকেটার। ওর পারফরম্যান্স দেখে মনে হচ্ছিল ভারত যেন ১১ জনের মধ্যে ১২ জনকে নিয়ে মাঠে নেমেছে। ওকে দেখে আমার প্রাক্তন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিসের কথা মনে পড়ে যায়। ও দলের বাকি পেসারদের সমান দক্ষ এবং ব্যাট হাতেও অনায়াসে টপ ফাইভে ব্যাট করতে পারে। আগে যেরকম ক্রিকেট খেলত এখন তার চেয়ে অনেকটাই বেশি পরিণত ক্রিকেট খেলে হার্দিক।”

mickey arthur

২০১৮ সালের এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে পাকিস্তানের ইনিংসের ১৮ তম ওভারে নিজের পঞ্চম ওভারটি করছিলেন হার্দিক। ওই ওভারের পঞ্চম বলটি করার পরই পিঠে চোট পেয়ে মাঠে শুয়ে পড়েন তিনি। তারপর থেকে ক্রমশ হার্দিক এর বোলিংয়ের ধার কমতে থাকে। জাতীয় দলের হয়ে হোক বা আইপিএলে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে হার্দিকের বোলার হিসেবে সময় তা একেবারেই ভালো যায়নি। যে কারণে তাকে দলে সামিল করা হতো সেই কারণটাই বন্ধ হয়ে যায়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে হার্দিক পান্ডিয়া ওটা টুর্নামেন্টের মাত্র ৪ ওভার বল করতে পেরেছিলেন এবং তাতেও ৪০ রান দিয়ে বসেছিলেন।

সেই বিশ্বকাপের পর রিহ্যাব করতে গিয়ে বেশ কয়েক দিনের জন্য ক্রিকেট থেকে সরে যান হার্দিক। ব্যাঙ্গালোরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে দীর্ঘ চার-পাঁচ মাস ধরে নিজের চোট সারিয়ে সম্পূর্ণ ফিট হয়ে ওঠার জন্য পরিশ্রম করতে থাকেন এই তারকা অলরাউন্ডার। পর আইপিএলে গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসেবে মাঠে ফেরেন তিনি। এটি ছিল তার কেরিয়ারের টার্নিং পয়েন্ট। ব্যাট হাতে আরো অনেক বেশি দায়িত্বশীল ব্যাটিং করতে শুরু করেন হার্দিক। সেইসঙ্গে বল হাতেও ধারাবাহিকভাবে সাফল্য পেতে থাকেন তিনি। ফলস্বরূপ জাতীয় দলে প্রত্যাবর্তন করেন এবং নিজের ভাল পারফরম্যান্সকে এগিয়ে নিয়ে যেতে থাকেন।

কাল ম্যাচ শেষে রবীন্দ্র জাদেজার সঙ্গে বসে কিছুটা সময় আড্ডা দিচ্ছিলেন জুনিয়র পান্ডিয়া। সেই ম্যাচ সংক্রান্ত নানান রকম আলোচনায় উঠে আসে তাদের মুখে। খায় কোথায় প্রসঙ্গ ওঠে চার বছর আগে পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে এসেই ম্যাচের যেখানে হার্দিক চোট পেয়েছিলেন। হার্দিক নিজের মুখে স্বীকার করেন কাল যেন তিনি একটা বৃত্ত সম্পূর্ণ করেছেন। ফ্রী মাঠে চোট পেয়ে একদিন তাকে বেরিয়ে যেতে হয়েছিল এবং তার বোলিং নিয়ে প্রশ্ন চিহ্ন উঠে গিয়েছিল, চার বছর পরে সেই মাঠেই তার নায়ক হয়ে ওঠা যেন হার্দিকের কাছে এক রূপকথার সমান।


Reetabrata Deb

সম্পর্কিত খবর