অ্যাপাচের বদলে সাইন! পছন্দের বাইক না মেলায় বিয়ে ভাঙল বর, মার খেলো কনের ভাই! অভিযোগ দায়ের থানায়

বাংলা হান্ট ডেস্ক : বিয়েতে পণ বা যৌতুক নেওয়া সম্পূর্ণ বেআইনি এবং শাস্তি যোগ্য অপরাধও। পণপ্রথা বন্ধের জন্য সরকার বিভিন্ন ভাবে প্রচার চালাচ্ছে। কিন্তু তাতে কি যায় আসে! সরকার সরকারের কাজ করছে, আর পাত্রপক্ষ তাদের কাজ। গত বছরের শেষের দিকে যৌতুকে বাইক না পাওয়ায় বিয়ে ভাঙেন এক পাত্র। আর এবার উঠে এল আর এক অবাক করা ঘটনা। পছন্দের মোটরসাইকেল না দেওয়ায় বিয়ের মণ্ডপ ছেড়ে পালালো বর। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গোয়ালিয়রে।

সে রাজ্যের জনকঙ্গজ এলাকার এই ঘটনা প্রকাশ্যে আসে কয়েক দিন আগেই। জানা যাচ্ছে, আরাধনা গার্ডেনে কুশবাহ পরিবারের মেয়ের বিয়ে ছিল। পাত্রীর পরিবার বহোড়াপুর থানা এলাকায় শিবনগর কলোনিতে বাস করে। পাত্রের পরিবার মাধবগঞ্জ এলাকায় থাকে। বিয়ের দিন ঢাক-ঢোল পিটিয়ে বর পৌঁছায় মেয়ের বাড়ি। নাচতে নাচতে আসে বরযাত্রীরাও। পাত্রীপক্ষও জমকালো অভ্যর্থনা জানায় অতিথিদের। মঞ্চে বরমালা অনুষ্ঠানও ভালোভাবে মিটে যায়। সমস্যা শুরু হয় এর পরই।

   

বরের নাম মনু কুশবাহা। বরকে মঞ্চ থেকে বিয়ের মণ্ডপের দিকে যখন নিয়ে যাওয়া হচ্ছে তখনই বরের চোখে পরে মঞ্চে যে মোটরবাইকটি রাখা হয়েছে সেটি সাইন। সেটা দেখেই মেজাজ বিগড়ে যায় তার। বিয়ের মণ্ডপে পৌঁছে প্রথমেই সে তার পছন্দের অ্যাপাচে বাইক দাবি করে। সবাই তাকে বোঝায় সমস্ত বাইক একই রকম হয়। অ্যাপাচে একটু দামি, আর পাত্রী পক্ষের কাছে এই মুহুর্তে অত টাকা নেই। কিন্তু কে শোনে কার কথা! মনুর সেই এক দাবি, অ্যাপাচে নেই তো বিয়েও হবে না।

groom 2

আসরে নামেন পাত্রীর বাবা ও ভাই। তাঁরাও অনেক করে বোঝান মনুকে। বিভিন্ন ভাবে বরকে বোঝানোর চেষ্টা করেন তাঁরা। কিন্তু মনুর সেই এক দাবি তার অ্যাপাচেই চাই। বিয়ে ভাঙার হুমকিও দেয় সে। এরপরই বরের এই রকম জেদ দেখে বিরোধিতা শুরু করেন পাত্রীর ভাই। তখন পাত্র পক্ষের লোকজন তাঁকে ধরে কয়েক ঘা দিয়েও দেয়। এরইমধ্যে মণ্ডপ ছেড়ে চলে যায় বর।

ঘটনার পর বর এবং তার ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে পাত্রী পক্ষ। পুলিসকে পুরো ঘটনা জানানো হয়। ঘটনার ভিডিও দেখানো হয় বলে জানা যাচ্ছে। বর মনু কুশবাহ, পাত্রের বাবা গুড্ডু, ভাই গোপি এবং গুলশনের বিরুদ্ধে পণ নেওয়ার অপরাধে অভিযোগ দায়ের করে পুলিস। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর