বাংলা hunt ডেস্ক : বুধবার মাদুরাইয়ের তিরুপারানকুন্ড্রামে নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে গেছিলেন অভিনেতা কমল হাসান।বরিষ্ঠ অভিনেতার পাশাপাশি বর্তমানে রাজনৈতিক দল ” মাক্কাল নিধি মাইহাম “এর প্রধান তিনি।আর এই প্রচারের গিয়ে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে হলো তাকে।
অল্পের জন্য ছোড় চপ্পলের বারি খাওয়ার হাত থেকে বাচলেন তিনি।ঘটনার সূত্রপাত সম্প্রতি কামালের একটি বিতর্কিত মন্তব্য কে কেন্দ্র করে। সেখানে তিনি বলেন স্বাধীন ভারতের প্রথম জঙ্গি একজন হিন্দু,তিনি নাথুরাম গডসে।স্বাভাবিক ভাবেই এমন মন্তব্যের পর উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক মহল।সুপারস্টার অভিনেতার এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান বিজেপি।
এমনকি এক্ষেত্রে নির্বাচন কমিশনের হস্তক্ষেপের দাবি তুলেছেন তারা।অন্যদিকে বিতর্ক যখন তুঙ্গে, তখন তার মন্তব্য কে নিয়ে তৈরী হওয়া সমালোচনা কে একেবারে গায়ে মাখতে নারাজ, জানিয়েছেন যা বলেছি ঐতিহাসিক সত্য।