বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ (Lok Sabha Election 2024) চলছে। আজ বাংলার যে তিন কেন্দ্রে ভোট রয়েছে, তার মধ্যে অন্যতম হল বালুরঘাট (Balurghat)। এই লোকসভা আসনে বিজেপি টিকিট দিয়েছে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। অপরদিকে তৃণমূল দাঁড় করিয়েছে মন্ত্রী বিপ্লব মিত্রকে (Biplab Mitra TMC)। ভোটের দিন এই তৃণমূল প্রার্থীর ছবি সহ একটি লিফলেট ঘিরেই শোরগোল পড়ে যায় এলাকায়।
বালুরঘাট কেন্দ্রের বেশ কিছু অঞ্চলে বিপ্লবের ছবি সহ এই লিফলেট ছড়িয়ে পড়েছে। সেখানে লেখা রয়েছে, ‘নমস্কার, আমি বিপ্লব মিত্র। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট লোকসভা আসনে তৃণমূল প্রার্থী ও রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী। এই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনও ইচ্ছাই আমার ছিল না। কারণ আমি জানতাম আমার দলের অন্দরে প্রচুর গুপ্ত শত্রু আমাকে নানাভাবে হারানোর চক্রান্ত চালাচ্ছে’।
এখানেই শেষ নয়, ‘বিতর্কিত’ সেই লিফলেটে আরও লেখা, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বারবার অনুরোধে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধ্য হয়েছি। নির্বাচনের প্রাক্কালে রাজ্যজুড়ে নানাবিধ চুরি দুর্নীতির ঘটনায় ও সম্প্রতি হাই কোর্টের নির্দেশে কয়েক হাজার যুবদের চাকরি চলে যাওয়ার ঘটনায় নানাভাবে আমি ধীকৃত হচ্ছি। এই কেন্দ্রের ভোটারদের কাছে আমার অনুরোধ, আপনারা সুচিন্তিতভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আপনারা চাইলে বিজেপিকেও ভোট দিতে পারেন। পরবর্তীতে আমাকে কোনোরকম দোষারোপ করবেন না’।
আরও পড়ুনঃ এত ভালোবাসা পাই না! ‘পরজন্মে বাংলার মায়ের গর্ভে জন্ম নেব’! মালদায় দাঁড়িয়ে বললেন প্রধানমন্ত্রী
খোদ তৃণমূল প্রার্থী কিনা বলছেন, ‘চাইলে বিজেপিকে ভোট দিতে পারেন’! বিপ্লব মিত্রের (Biplab Mitra) ছবি সহ এই লিফলেট ভোটের দিন সকালে হইচই ফেলে দেয় বালুরঘাটের বেশ কিছু এলাকায়। এদিকে যার ছবি সহ লিফলেট ঘিরে এই বিতর্ক সেই বিপ্লব এই কথা শুনে তাজ্জব হয়ে যান।
বালুরঘাটের তৃণমূল প্রার্থী বলেন, ‘এই ঘটনায় আমি আশ্চর্য হয়ে গেলাম’। বিপ্লবের সন্দেহ, বিজেপির কেউ এই ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, ‘এই বিষয়টি যদি বিজেপি প্রার্থীর নজরে আসে তাহলে ওনার সঙ্গে সঙ্গে এর নিন্দা করে একটি বিবৃতি দেওয়া উচিত’। এই লিফলেটের ফলে বিজেপির লাভ হচ্ছে বলেও দাবি করেন তিনি। সেই সঙ্গেই বলেন, ওনারা কথায় কথায় সিবিআই তদন্তের কথা বলেন, এটা বিষয়েও তাহলে সিবিআই তদন্ত হোক।
এদিকে বিপ্লবের ছবি সহ লিফলেট বিতর্কের মাঝেই আরও একটি লিফলেট ছড়িয়ে পড়ে। সেটি আবার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের নামে। এই প্রসঙ্গে তৃণমূল প্রার্থীর সন্দেহ, প্রথম লিফলেট যিনি ড্রাফট করেছেন, এটাও তাঁরই কাজ।