কোনও মুসলিমকে বিক্রি করা যাবেনা জমি! মহিষাদলে গ্রাম কমিটির নোটিশ ঘিরে শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ গ্রামে বাস করতে গেলে গ্রাম কমিটির কথা মতো চলতে হবে। এমনকি থানায়ও যাওয়া যাবে না। বাড়িতে কোনো অনুষ্ঠান করতে গেলেও আগে জানাতে হবে গ্রাম কমিটিকে। না মানলে জরিমানা দিতে হবে। এমনই সকল অবাক করা ফতোয়া জারির অভিযোগ উঠলো পূর্ব মেদিনীপুরের মহিষাদলের চক দ্বারিবেড়িয়া গ্রামের কমিটির বিরুদ্ধে। এহেন ঘটনার জন্য বিরোধী দলগুলো তৃণমূল কংগ্রেসকে দায়ী করলেও সকল অভিযোগ খারিজ করেছে শাসক দল।

কিছুদিন পূর্বে চক দ্বারিবেড়িয়া গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে গিয়ে খাম ভর্তি নোটিশ বিলি করে গ্রাম কমিটির সদস্যরা। আর সে সকল নোটিশ হাতে পেতেই ঘুম উড়ে যায় সকল গ্রামবাসীর। তাতে স্পষ্ট লেখা থাকে, কোনও সমস্যা হলে সরসারি প্রশাসনে না গিয়ে আগে গ্রাম কমিটিকে জানাতে হবে। বাড়িতে যদি কোনো মাঙ্গলিক বা অশৌচ কাজ করতে হয় তবে গ্রাম কমিটির সঙ্গে বসে আলোচনা করতে হবে। নাহলে জরিমানা করা হবে।

পরিবার বা প্রতিবেশীদের মধ্যে ঝগড়া হলে তা তাদের জানাতে হবে। গ্রামের কোনও ছেলে বা মেয়ে বাড়ির অমতে যদি বিয়ে করে তবে তা গ্রাম কমিটিকে জানাতে হবে। এছাড়া অপর এক ফতোয়া যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে তা হলো, গ্রামের জমি কোনও মুসলিমকে বিক্রি করা যাবে না।

jpg 20220404 191536 0000

ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিরোধীরা। স্থানীয় এক বিজেপি নেতার দাবি, আগামী বছর পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামবাসীদের কাছাকাছি রাখতে এই নির্দেশ জারি করেছে তৃণমূল দল। এসকল অভিযোগ অস্বীকার করে শাসকদল জানিয়েছে, “এই ধরণের ফতোয়া এখনকার যুগে চলে না। যারা এই কাজ করেছে তাদের খুঁজে বার করে তারপর পদক্ষেপ নিক পুলিশ।”


Sayan Das

সম্পর্কিত খবর