বাংলা হান্ট ডেস্কঃ মহারাষ্ট্র নবনির্মান সেনার (Maharashtra Navnirman Sena) প্রধান রাজ ঠাকরে (Raj Thackeray) তাবলীগ জামাত নিয়ে একটি বিতর্কিত বয়ান দিয়ে বসলেন। শনিবার প্রেস কনফারেন্স করে রাজ ঠাকরে বলেন, উনি মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের সাথে এই বিষয়ে কথা বলেছেন আর এদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন। রাজ ঠাকরে বলেন, মরকজে অংশ নেওয়া এসব মানুষের অভদ্রতা সহ্য করার মতো না। এরজন্য এদের চিকিৎসার দরকার নেই, এদের সোজা গুলি করে মারা উচিৎ।
প্রেস কনফারেন্সে রাজ ঠাকরে থুতু লাগিয়ে ভাইরাস ছড়ানো ব্যাক্তিকেও কড়া হুঁশিয়ারি দেন। রাজ ঠাকরে বলে, এদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিৎ। এরকম বিচ্ছিরি কাজ করা মানুষ গুলো যেন মনে রাখ, লকডাউন শেষ হওয়ার পরেও আমরা আছি।
আপানদের জানিয়ে দিই, উত্তর প্রদেশের কানপুরে তাবলীগ জামাতের করোনায় আক্রান্ত রোগীর চিকিৎসা করা গণেশ শঙ্কর বিদ্যার্থী মেডিকেল কলেজের প্রিন্সিপ্যাল ডঃ আরতি লালচন্দ্রানী গুরুতর অভিযোগ করেছেন। মিডিয়ার সাথে কথা বলার সময় ডঃ আরতি লালচন্দ্রানী বলেন, ওনার হাসপাতালে চিকিৎসারত তাবলীগ জামাতের করোনা রোগীরা চিকিৎসায় একফোঁটাও সহযোগিতা করছে না। তাঁরা নিজের হাতে থুতু লাগিয়ে রেলিং, সিঁড়ি আর দেওয়ালে লাগাচ্ছে যাতে আরও মানুষ সংক্রমিত হয়।
উল্লেখ্য, তাবলীগ জামাতিরা এবার গোটা দেশকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে। একদিকে এরা দেশে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা আরও বাড়িয়ে দিয়েছে, আরেকদিনে করোনা ভাইরাসে সংক্রমিত রোগীরা ডাক্তার আর নার্সদের সাথে অভদ্রতা করছে। আর এই কারণে গোটা দেশই এখন তাবলীগ জামাতের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে।