বাংলা হান্ট ডেস্ক: দিনের পর দিন একের পর এক বিতর্কে নিজেকে জড়িয়েছেন মালেগাঁও বিস্ফোরণকাণ্ডে অভিযুক্ত প্রজ্ঞা সিং ঠাকুর। ২০১৯ লোকসভা নির্বাচনের সময় মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে ‘দেশপ্রেমী’ বলেছিলেন তিনি। বিজেপি তার এই মন্তব্য কে তীব্র অসমর্থন জানাতে, অবশেষে চাপে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হন প্রজ্ঞা। ফের একবার বেফাঁস মন্তব্য করে বিতর্কের মুখে মধ্যপ্রদেশের সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। দলীয় কর্মীদের তিনি সাফ জানিয়ে দিলেন, ‘নর্দমা পরিষ্কার করার জন্য নির্বাচিত হইনি।’
মধ্যপ্রদেশের ভোপালের সেহোরে এলাকার উন্নয়ন, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার বিষয়ে প্রজ্ঞা একটি বিশেষ বৈঠকের আয়োজন করেন। এই বৈঠকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমরা নর্দমা পরিষ্কার করার জন্য নির্বাচিত হইনি। আমরা আপনাদের শৌচাগার পরিষ্কার করার জন্যেও নির্বাচিত হইনি। যে কাজের জন্য নির্বাচিত হয়েছি, সততার সঙ্গেই সে কাজ করব। এ কথা আমি আগেও বলেছি আর আবারও বলব।”
রাজ্যের বিরোধীপক্ষের একাধিক নেতা-নেত্রী তোপ দেগেছেন প্রজ্ঞার এই বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে। অনেকে তার এমত মন্তব্যকে নরেন্দ্র মোদীর ‘স্বচ্ছ ভারত অভিযান’ বিমুখ প্রতিক্রিয়া বলেই মনে করছেন। জানা গেছে, বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা প্রজ্ঞাকে ডেকে পাঠিয়েছেন তার এমত মন্তব্যের নিরিখে জিজ্ঞাসাবাদ করতে।