বাংলাহান্ট ডেস্ক: বেশ কয়েক বছর আগে বলিউডে পা রেখেছেন সানি লিওন। আর এখন তো রীতিমতো বলিউডের ঘরের মেয়েই হয়ে গিয়েছেন তিনি। একের পর এক ছবিতে অভিনয় করেছেন। ঝুলিতে রয়েছে একাধিক আইটেম ড্যান্সও। কেরিয়ারের সামলানোর পাশাপাশি সংসারও সামলাচ্ছেন সানি। দুই ছেলে, এক মেয়েকে নিয়ে বেশ ভালই দিন কাটছে তাঁর।
তবে নীল ছবির দুনিয়া থেকে বলিউডে পা রেখেই কিন্তু এমন জনপ্রিয়তার শীর্ষে পৌঁছননি সানি। অ্যাডাল্ট ছবি ছেড়ে অভিনয়ে আসায় প্রচন্ড সমালোচনার মুখোমুখি হয়েছিলেন তিনি। তাঁকে ঘিরে শুরু হয়েছিল একের পর এক বিতর্ক। ২০১৫র মে মাসে সানির বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের হয়। তাঁর ওয়েবসাইট সানিলিওন.কম ভারতীয় সংষ্কৃতির বিরুদ্ধে, এই মর্মে অভিযোগ জানানো হয় পুলিসের কাছে। থানে পুলিস সানির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯২, ২৯২এ ও ২৯৪ ধারায় মামলা দায়ের করে। এর ফলে তাঁর জেল বা জরিমানাও হওয়ার সম্ভাবনা ছিল।
২০১৮ সালের নববর্ষের দিন বেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল সানির। কিন্তু তাঁর অতীতের প্রসঙ্গ তুলে তাঁকে বয়কট করার দাবি জানায় একটি কন্নড় দল। গণআত্মহত্যার হুমকিও দেয় তাঁরা। এরপর সানি আর সেই অনুষ্ঠানে পারফর্ম করেননি। পর্নোগ্রাফির প্রচার করছেন সানি যা ভারতীয় বিচারধারার পরিপন্থী। এই অভিযোগ করে চেন্নাইয়ের এক পুলিস স্টেশনে সানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক সমাজকর্মী।
প্রযোজক ভারত পটেল একসময় অভিযোগ করেছিলেন তাঁর ছবিতে একটি গানে নাচের জন্য পারি্শ্রমিক নেন সানি। কিন্তু পরে তাঁর নাচটি বাতিল হয়ে যাওয়া সত্ত্বেও সেই টাকা ফেরত দেননি অভিনেত্রী।