‘এদেশের নেতারাই ইচ্ছেমত নিয়ম ভাঙ্গতে গড়তে পারে’- দেবের পোস্ট নিয়ে জল্পনা রাজনৈতিক মহলে

বাংলাহান্ট ডেস্কঃ নির্বাচনী প্রচারে গিয়েও মানুষকে সচেতন করেছেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব (dev), অনুরোধ করেছেন মাস্ক ব্যবহার করার। রাজনৈতিক আঙ্গিকে দেখতে গেলে কিছুটা হলেও অন্যধারায় মানুষের সামনে দলীয় প্রচারে অংশ নিয়েছেন তিনি। এবার তাঁরই এক পোস্ট ঘিরে শোরগোল পড়ে গেল রাজনৈতিক মহলে।

বাংলায় একদিকে চলছে নির্বাচনী মরশুম, আর অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতেও দলের হয়ে বিভিন্ন নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন অভিনেতা সাংসদ দেব। হাজার হাজার মানুষ একত্রিত হয়েছিল তাঁর প্রতিটি জনসভাতেই।

1617733761 06 dev

রাজনীতির মঞ্চ থেকে সব জায়গাতেই তাঁকে একই কথা বলতে শোনা গিয়েছিল, ‘জীবনে অনেক ভোট আসবে যাবে। কিন্তু আপনার জীবন ফিরে আসবে না আর। তাই মাস্ক পড়ুন, সুস্থ থাকুন’। ভোটপ্রচারে গিয়েও কিছুটা ব্যতিক্রমী ভাবেই দেখা গিয়েছিল তাঁকে। এবার স্যোশাল মিডিয়ায় দেবের করা একটি পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে গুঞ্জন উঠছে।

https://twitter.com/idevadhikari/status/1382956065541656584

পয়লা বৈশাখে দেব অভিনীত ‘গোলন্দাজ’ ছবির টিজার মুক্তি পায়। এই টিজার দেখে প্রশংসায় পঞ্চমুখ সকলেই। প্রিয় অভিনেতাকে শুভেচ্ছা জানাতেও বাদ রাখেনি ভক্তরা। ভক্তদের ভালোবাসা পেয়ে আপ্লুত দেব স্যোশাল মিডিয়ার মাধ্যমেই ধন্যবাদ জানালেন সকলকে। স্যোশাল মিডিয়ায় লিখলেন, ‘আপনাদের সকলকে অনেক ধন্যবাদ গোলন্দাজের টিজারকে এতটা ভালবাসা দেওয়ার জন্য। আমি আপ্লুত। করোনা পরিস্থিতির কথা মাথায় রাখুন, অকারণে বাইরে যাবেন না। আর গেলেও অবশ্যই মাস্ক ব্যবহার করুন, অবশ্য যদি আপনি কোন রাজনৈতিক নেতা না হয়ে থাকেন(আমাদের দেশে রাজনৈতিক নেতারাই একমাত্র নিজের ইচ্ছেমত নিয়ম ভাঙ্গতে গড়তে পারে)’।

দেবের এই মজার অথচ, বুদ্ধিদীপ্ত ট্যুইট ঘিরেই শোরগোল চারিদিকে। নিজে একজন রাজনৈতিক দলের নেতা হওয়া সত্ত্বেও কেন তিনি রাজনৈতিক নেতাদের এভাবে কটাক্ষ করলেন, তাঁর উত্তর এখনও অজানা। তবে কি এই সংকটের পরিস্থিতিতেও নির্বাচনী প্রচার দেখে বিরক্ত অভিনেতা সাংসদ?

Smita Hari

সম্পর্কিত খবর