‘এত বোমা আছে ১০ মিনিটে গোটা গ্রাম ওড়াতে পারি’, তৃণমূল নেতার বক্তব্যে সমালোচনার ঝড়, ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক : ‘এত বোমা আছে ১০ মিনিটেই গ্রামের সব বাড়ি উড়িয়ে দিতে পারি’, এহেন ভয়ংকর দাবি করে এবার চূড়ান্ত বিতর্কের মুখে তৃণমূল উপপ্রধান। এই বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হতেই তুমুল শোরগোল এবং চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। ছড়িয়ে পড়ে আতঙ্কও। চাঞ্চল্যকর এই কাণ্ডটি ঘটিয়েছেন উত্তর দিনাজপুরের চোপড়ার হফতিয়াগঞ্জ পঞ্চায়েতের উপপ্রধান সাকির আহমেদ।

বৃ্হস্পতিবার দুপুরের স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওটিতে আড্ডার মেজাজে দেখা যায় হফতিয়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন আরও অনেকে। বেশ আড্ডা তামাশার মেজাজে সকলে। সেই সময়েই ‘বোমা’ ফাটান সাকির আহমেদ। কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘এত বোমা বন্দুক মজুত করা আছে যে ফতেয়াবাদ গ্রামের সব বাড়ি ১০ মিনিটেই উড়িয়ে দেব।’

জানা যাচ্ছে, ফতেয়াবাদ গ্রামের বাসিন্দা তাহের আহমেদ চোপড়া ব্লক তৃণমূল কোর কমিটির সভাপতি। দীর্ঘদিন ধরেই তাঁর সঙ্গে ঝামেলা চলছিল সাকিরের। সেই প্রেক্ষিতেই ওই উপপ্রধান ওই গ্রামের বাড়ি উড়িয়ে দেওয়ার কথা বলেছেন। এই বিষয়ে কার্যতই চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছেন তাহির আহমেদ। তাঁর দাবি, ‘এগুলো হচ্ছে টা কী! এরপর বড় দুর্ঘটনা ঘটতে পারে৷ বগটুই কাণ্ডের পুনরাবৃত্তি হতে পারে।

বিষয়টি প্রসঙ্গে জেলা তৃণমূলের সভাপতি কানাইলাল আগরওয়ালের বক্তব্য,’ কে কোথায় কী বলছে তা নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই। লিখিত অভিযোগ দায়ের করা হোক অভিযুক্তের বিরুদ্ধে, তাহলেই পদক্ষেপ নেওয়া হবে। দলের কর্মী যুক্ত থাকলে শাস্তি পাবে।’ স্যোশাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নিন্দার ঝড় রাজ্যরাজনীতিতে। এই ভিডিওকে হাতিয়ার কিরে রাজ্যকে বিঁধতে ভোলেনি বিরোধীরাও। ঘটনার জেরে আরও একবার যে প্রকট হয়ে উঠল শাসকদলের অন্দরের কোন্দল বা বলাই বাহুল্য।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর