হাত দিলেই ফুল মার্কস, মাধ্যমিকের অঙ্ক প্রশ্ন নিয়ে বিরাট সিদ্ধান্ত পর্ষদের

বাংলা হান্ট ডেস্কঃ মাধ্যমিকের (Madhyamik) অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে এবার বিরাট বিতর্ক। পরীক্ষায় আসা দুটি বিতর্কিত প্রশ্ন পত্র নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ। বলা হল ওই ‘২টি প্রশ্নের অঙ্ক শুরু করলেই মিলবে নম্বর।’ প্রসঙ্গত শনিবার ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক।

বিতর্কে মাধ্যমিকের (Madhyamik) অংক পরীক্ষার ২ প্রশ্ন!

জানা যাচ্ছে, গোটা রাজ্যে জুড়ে ১৫ নম্বর প্রশ্নের ২ নম্বর প্রশ্ন, কলকাতা ৩ নম্বর প্রশ্নের ১ নম্বর প্রশ্ন,মেদিনীপুরের ৩ নম্বর প্রশ্নের ৪ নম্বর প্রশ্ন,উত্তরবঙ্গ অঞ্চলের ৩ নম্বর প্রশ্নের ৬ নম্বর প্রশ্ন, বর্ধমান অঞ্চলের ৩ নম্বরে প্রশ্নের ৩ নম্বর প্রশ্ন নিয়ে তৈরী হয় বিতর্ক। তারপরেই বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে পর্ষদের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, ‘মাধ্যমিকে (Madhyamik) অঙ্কের ২টি প্রশ্নে হাত দিলেই নম্বর’।

গত শনিবার রাজ্য জুড়ে ছিল মাধ্যমিকের (Madhyamik) অঙ্ক পরীক্ষা। চলতি বছর এই পরীক্ষা ঘিরে তৈরি হয় একাধিক বিতর্ক। নানা দিক দিয়ে অভিযোগ আসতে শুরু করে এই প্রশ্নপত্র কঠিন হয়েছে। কেউ কেউ দাবি, করেন সিলেবাস বহির্ভূত বিষয়ে প্রশ্ন হয়েছে। এরপরেই গোটা বিষয়টা খতিয়ে দেখে, বিশেষজ্ঞ কমিটিকে দায়িত্ব দেয় মধ্যশিক্ষা পর্ষদ। এরপর তাঁদের সুপারিশ মেনেই সোমবার  মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছে, সিলেবাসের মধ্যে প্রশ্ন থাকলেও, এবং বিকল্প অনেক প্রশ্ন থাকলেও ২টি প্রশ্নেরই অঙ্ক কষতে শুরু করলেই নম্বর পাবে মাধ্যমিক পরীক্ষার্থীরা।

আরও পড়ুন: স্বামীর কিডনি বেচার টাকা নিয়ে বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে স্ত্রী! শুনেই জাস্টিস ঘোষ বললেন…

প্রসঙ্গত এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন মোট ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন। তাঁদের মধ্যে ছেলে ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ জন এবং মেয়ে রয়েছেন ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন। ১০ ফ্রেব্রুয়ারি থেকে আগামী ২২ ফ্রেব্রুয়ারি পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র তুলে দেওয়া হবে সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা চলবে সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত।

Madhyamik

অন্যান্য বারের মতো, এবারও মালদা জেলায় রয়েছে পর্ষদের বাড়তি সতর্কতা। জানা যাচ্ছে, এই জেলার ১২২টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন ২৬৩টি স্কুলের পরিক্ষার্থীরা। প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে থাকছেন অতিরিক্ত ২ জন করে ভেনু সুপারভাইজার। জানা যাচ্ছে এই জেলাজুড়ে সুষ্ঠ ভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য পর্ষদ ও পুলিশের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা করা হয়েছে। একইসাথে পরীক্ষাকেন্দ্রগুলির নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর