TRP পেতে অনিককে “ব্যবহার”, আরাত্রিকার সঙ্গেও “অবিচার”! সারেগামাপা মিটতেই তোপের মুখে জি বাংলা

বাংলাহান্ট ডেস্ক : সারেগামাপার (Saregamapa) প্রতিটি সিজন শেষ হয় বিতর্কের মধ্যে দিকে। বিচারকদের বিচারের উপরে ভরসা করেন না অনেকেই। এবারেও গ্র্যান্ড ফিনালেতে কিছু প্রতিযোগীর সঙ্গে অবিচার করার অভিযোগ উঠেছে। মোটেই সঠিক বিচার হয়নি, এমনি অভিযোগ তুলেছেন অনেকে।

হয়ে গেল সারেগামাপা (Saregamapa) গ্র্যান্ড ফিনালে

এবারের সারেগামাপার (Saregamapa) গ্র্যান্ড ফিনালে পর্ব সম্প্রচারিত হয়েছে রবিবার, ২ রা মার্চ। মোট দশ জন প্রতিযোগী উঠতে পেরেছিলেন চূড়ান্ত পর্বে। ছোটদের মধ্যে থেকে চারজন এবং বড়দের মধ্যে থেকে ছয় জন গিয়েছিলেন ফিনালেতে (Saregamapa)। তাঁদের মধ্যে থেকে সকলকে পেছনে ফেলে সেরার সেরা শিরোপা জয় করে নেন দেয়াশিনী এবং অতনু। ছোটদের মধ্যে থেকে দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন যথাক্রমে ঐশী এবং অনিক। আর বড়দের মধ্যে থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন ময়ূরী এবং সাঁই আর তৃতীয় স্থানে জায়গা পেয়েছেন সত্যজিৎ।

Controversy regarding saregamapa judgement

শুরু হয়েছে বিতর্ক: বড়দের মধ্যে আরিয়ান ফাইনালিস্ট (Saregamapa) হলেও কোনো পুরস্কার তিনি পাননি। আরাত্রিকা পেয়েছেন কালিকাপ্রসাদ স্মৃতি পুরস্কার। আর এই বিচার দেখেই ক্ষুব্ধ দর্শকদের একাংশ। সোশ্যাল মিডিয়ায় চ্যানেলের পোস্টে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকে। একজন লিখেছেন, ‘প্রথম থেকে সবকটা এপিসোড দেখেছি, আমার সমর্থন ছিল আরাত্রিকার দিকে, ও বাংলা গান বেশি গায় বলে মনে হয় শিরোপা পেল না, বাংলা গানকে খুবই কম গুরুত্ব দেওয়া হয়, অন্তত রানার আপও ওকে করা হল না দেখে খুবই অবাক লাগছে।’

আরো পড়ুন : ১০ লক্ষের উপরে অর্থ, সোনার গয়না! কী কী পেলেন সারেগামাপা চ্যাম্পিয়ন অতনু-দেয়াশিনী?

কী অভিযোগ দর্শকদের: অনিকের (Saregamapa) প্রতি অবিচার করার অভিযোগও উঠেছে। একজন দাবি করেছেন, ‘অনিককে এবং অতুন কে ডুয়েট চ্যাম্পিয়ন করা উচিত ছিল বা অনিককে ফার্স্ট রানার আপ করা উচিত ছিল’। আরেকজন লিখেছেন, ‘অনীক সবচেয়ে ছোট , টি,আর, পি, পাওয়ার জন্য ওকে ব্যবহার করেছে। ওর বিচারক একমাত্র ঈশ্বর যা মানুষ বিচারকের দ্বারা সম্ভব নয়।’।

আরো পড়ুন : TRP গড়িয়ে তলানিতে, ৩ মাসেই বিরাট বদল স্টার জলসার সিরিয়ালে!

অধিকাংশ মানুষ দাবি করেছেন, আরাত্রিকার কোনো না কোনো পজিশন পাওয়া উচিত ছিল। অনিক এবং অঙ্কনার সঙ্গেও অবিচার হয়েছে বলে দাবি করেছেন অনেকে। কয়েকজন লিখেছেন, এই কারণে সারেগামাপা (Saregamapa) দেখা বন্ধ করে দিয়েছেন তাঁরা। তবে এই বিতর্ক নিয়ে চ্যানেলের তরফে কোনো মন্তব্য করা হয়নি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর