বাংলাহান্ট ডেস্ক: সপ্তাহ দুয়েক হল জি বাংলায় শুরু হয়েছে ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)। ‘সোহাগ জল’ শেষের পর তার জায়গা নিয়েছে এই নতুন সিরিয়াল। মানালি মনীষা দে, বাসবদত্তা চট্টোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যায়ের মতো অভিনেত্রীরা রয়েছেন এই সিরিয়ালে। প্রথম প্রোমোই দর্শকদের বেশ মনে ধরেছিল। অন্য রকম গল্প দেখানোর প্রতিশ্রুতি দিয়েছিল কার কাছে কই মনের কথা। কিন্তু সিরিয়াল শুরুর দু সপ্তাহের মধ্যেই উঠল চুরির অভিযোগ।
‘সোহাগ জল’ এর পর অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্যকে দেখা যাচ্ছে কার কাছে কই মনের কথা সিরিয়ালেও। মানালি ওরফে শিমুলের ননদ পুতুলের ভূমিকায় অভিনয় করছেন তিনি। চরিত্রটিকে বিশেষ ভাবে সক্ষম দেখানো হয়েছে। বয়সের তুলনায় বুদ্ধির বিকাশ কম, এমনি একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করছেন শ্রীতমা।
কিন্তু সিরিয়ালে দেখানো হচ্ছে, আড়ালে অনেকে ‘পাগলি’ বললেও পুতুল কিন্তু আসলে স্পষ্টবাদী। নিজের দুই ভাই এবং মায়ের আসল রূপটা সবার সামনে অবলীলায় ফাঁস করে দেয় সে। এমন একটি চরিত্রে এই প্রথম অভিনয় করছেন শ্রীতমা। ইতিমধ্যে বেশ প্রশংসাও কুড়িয়েছেন। আবার এই চরিত্রটিকে নিয়েই বেঁধেছে বিতর্ক।
বাংলা সিরিয়ালে এই ধরণের চরিত্র নতুন নয়। এর আগে একাধিক অভিনেত্রী ভিন্ন ভিন্ন সিরিয়ালে ফুটিয়ে তুলেছেন এমন চ্যালেঞ্জিং চরিত্র। তবে তাদের মধ্যে অপরাজিতা আঢ্য অভিনীত ‘পারি’ চরিত্রটি এখনো মনে গেঁথে রয়েছে দর্শকদের। ‘জল নুপূর’ সিরিয়ালে বিশেষ ভাবে সক্ষম অপরাজিতা ওরফে পারির ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।
শ্রীতমার চরিত্রটি এবং অভিনয়ের ধরণ দেখে অনেকে দাবি করেছেন, পারিকে নকল করছেন তিনি। চ্যানেলের সোশ্যাল মিডিয়া পেজে কেউ কেউ লিখেছেন, পারি পাগলির মতো হচ্ছে না। আবার কারোর কটাক্ষ, পারি পাগলির নকল ভার্সন। অনেকে আবার লিখেছেন, এটা তিন নম্বর পাগলি। প্রথমে পারি পাগলি, তারপর মিনি পাগলি আর তারপর এই সিরিয়াল।
‘কার কাছে কই মনের কথা’র হাত ধরে জি বাংলায় ফিরেছেন মানালি। প্রথম সপ্তাহের টিআরপি সেরা দশে জায়গা করতে না পারলেও স্লট লিডার হয়েছে সিরিয়ালটি। গল্প এগোনোর সঙ্গে সঙ্গে টিআরপির কতটা হেরফের হয় সেটাই দেখার অপেক্ষা।