বাংলা হান্ট ডেস্ক: বর্ধমান স্টেশনের নাম পরিবর্তন ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি। জানা গেছে, রাজ্যের সঙ্গে কোনরকম আলোচনা না করেই নাম বদলে দেওয়া হয়েছে বর্ধমান স্টেশনের। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘নাম পরিবর্তন করতে গেলে আগে প্রস্তাব দিতে হবে রাজ্য সরকারকে এবং রাজ্য সরকারের ছাড়পত্র পেতে হবে। এরকম কোনও প্রস্তাব এখনও রাজ্য সরকারের কাছে আসেনি।’
নবান্নে সোমবার সাংবাদিক বৈঠকে এ বিষয়ে প্রশ্ন করায় তৃণমূল সুপ্রিমো এই সিদ্ধান্ত কে বিজেপির দলীয় সিদ্ধান্ত বলে অভিযোগ জানান। তিনি বলেন, ‘কোনও রেল স্টেশনের নাম বদল করতে হলে সংশ্লিষ্ট রাজ্যের অনুমোদন প্রয়োজন। গণতান্ত্রিক সরকারকে পদ্ধতি মেনে চলতে হয়। রাজনৈতিক দল আসবে, যাবে। গণতন্ত্র থাকবে। সংবিধান অনুসারে সরকার চলে, কোনও দলের লাইন অনুযায়ী নয়।’
বিগত শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিহার বিজেপি–র সভাপতি নিত্যানন্দ রাই স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তের মৃত্যুবার্ষিকীতে দেখা করতে গিয়েছিলেন তাঁর মেয়ে ভারতী বাগচীর সঙ্গে। জানা গেছে সেখান থেকে ফিরেই বর্ধমান স্টেশনের নাম বদলের প্রস্তাব দেন তিনি। এরপর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে এবার দেখার বিষয় আগামী দিনে এর জল কোন দিকে গড়ায়।