বাংলা হান্ট ডেস্কঃ শেষ হয়েছে ২০২৩ পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote)। জনতার রায়ে ফের একবার গ্রাম বাংলা দখল করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। পঞ্চায়েত নির্বাচনে দিকে দিকে ভালো ফল করেছে জোড়াফুল শিবির। তবে ভালো ফল করলেও এখনই কোনও বিজয় উৎসব (Victory Rally) পালনের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে শাসকদল। তবে কোথায় কী! আমডাঙার শশিপুর এলাকায় উঠে এল একেবারে ভিন্ন চিত্র।
সমস্ত রকম নিষেধাজ্ঞা অমান্য করে রীতিমতো চটুল নাচে, গানে বিজয় উৎসবে সামিল হলেন এলাকার বাচ্চা থেকে বুড়ো সকলেই। তবে বাংলার সংস্কৃতি প্রেমী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রবীন্দ্রসংগীত বা বাংলা গানে নয় একেবারে চটুল গানে, স্বল্পবসনা রূপান্তরিত তৃতীয় লিঙ্গের নর্তকীদের দেখা গেল হিন্দি গানের তালে তালে নানা অঙ্গ ভঙ্গির মাধ্যমে, কোমর দুলিয়ে নাচতে। তাদের সাথেই তালে তাল মিলিয়ে নাচছেন তৃণমূলের কর্মী-সমর্থকেরাও।
আর সেই উদযাপনের ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video)।
ভিডিওতে দেখা যাচ্ছে সেই নর্তকীদের নাচ দেখতে এলাকায় জমে গিয়েছে ভিড়। বাড়ির ছাদ আশপাশের পাঁচিল সব জায়গাতেই এলাকার যুবকদের ভিড়ে ঠাসা। সাউন্ড সিস্টেমে তারস্বরে বাজছে একের পর এক ডিজে হিন্দি গান। আর সেই সব হিন্দি গানে আমডাঙার শশিপুর গ্রামের শাসক দলের কর্মী সমর্থকদের দেখা গেল সবুজ আবির খেলায় মেতে উঠতে।
আসর আরও জমে উঠল যখন চটুল গানে কোমর দুলিয়ে দুই রূপান্তরিত তৃতীয় লিঙ্গের স্বল্পবসনা নর্তকীরা নাচতে যোগদান করল। বিভিন্ন কুরুচিকর অঙ্গভঙ্গির মধ্যে দিয়েই এলাকার যুবকদের মন জয় করতে একের পর এক হিন্দি গানে কোমর দুলিয়ে নাচলেন তারা। আর ঠিক এভাবেই চন্ডিগড় পঞ্চায়েতের ৫৭ নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আজমিরা খাতুনের নেতৃত্বে বিজয় উৎসব উদযাপন চলল।
সূত্রের খবর এবছর মাত্র ১৯৯ ভোটে জয়লাভ করেছেন শাসকদলের ওই প্রার্থী। আর তারপর পরিবার-পরিজনসহ দলীয় কর্মী সমর্থক সহ গোটা এলাকাবাসীর মনোরঞ্জন করতে, তাদের আনন্দ দিতেই এই আয়োজন। একথা নিজেই স্বীকার করেছেন তৃণমূলের ওই জয়ী প্রার্থী।
অন্যদিকে শাসকদলের এহেন কাণ্ড দেখে সমালোচনায় সরব বিরোধীরা। বিরোধীদের দাবি, অপসংস্কৃতির ধারাকে বয়ে নিয়ে যাচ্ছে শাসকদল। প্রসঙ্গত, চন্ডীগড় পঞ্চায়েত ২৫ টি আসনের মধ্যে ২৪ টি আসনেই জয়লাভ করেছে তৃণমূল। একটি আসন গিয়েছে সিপিএমের ঝুলিতে।