সরকারি টাকায় বেসরকারি রিসর্ট সংস্কার! মুখ্যমন্ত্রীর মালবাজার সফরের আগে খোঁচা শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, জলপাইগুড়ির (Jalpaiguri) মালবাজারের (Malbazar) মাল নদীতে হড়পা বান (Harpa ban) কাণ্ডে একাধিক মানুষের মৃত্যু এবং জখম হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র। এই ঘটনায় শাসকদলের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধী দলগুলি। তবে আবার অপর দিকে ড্যামেজ কন্ট্রোলে ব্যস্ত তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) আর সেই সূত্র ধরেই এদিন মালবাজারে পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে তাঁর আসার পূর্বেই একটি বেসরকারি রিসর্ট তথা ফার্ম হাউজ সংস্কার করা নিয়ে শুরু হল বিতর্ক। এই ঘটনায় শাসকদলের বিরুদ্ধে সরব বিজেপি (BJP) নেতৃত্ব এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

উল্লেখ্য, এদিন জলপাইগুড়ির মাল বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে হড়পা বান কাণ্ডে যখন শাসক দল এবং তাদের প্রশাসনের বিরুদ্ধে একের পর এক প্রশ্ন চিহ্ন উঠে চলেছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের ক্ষোভ কিভাবে সামাল দেন মুখ্যমন্ত্রী, সেদিকে তাকিয়ে বাংলা। তবে এর মাঝেই মুখ্যমন্ত্রীর থাকার জন্য একটি বেসরকারি ফার্ম হাউজকে সংস্কার করা হয়ে চলেছে, তাও আবার সরকারি টাকা খরচের মাধ্যমে; এই অভিযোগ তুলে ইতিমধ্যে সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিজেপি।

   

এদিন একটি টুইট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “রাজ্যে যেখানে আর্থিক দুরাবস্থা চলছে, কর্মসংস্থান নেই, সরকারী কর্মচারীদের ডিএ পর্যন্ত দিতে অক্ষম রাজ্যজ সেই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বিধায়কের রিসর্ট সংস্কারের জন্য টাকা কেন খরচ করা হচ্ছে?” এমনকি নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘লেডি কিম’ বলেও খোঁচা মারেন শুভেন্দু।

পাশাপাশি এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক পুনা ভেঙরা বলেন, “সাধারণ মানুষ যে ট্যাক্সের টাকা দিচ্ছে, সেই টাকায় ওরা নিজেদের বিধায়ক দুলাল দত্তের রিসর্ট সংস্কার করছে। মুখ্যমন্ত্রী বেসরকারি স্থানে থাকবে, সেই কারণে এ সকল কর্মকাণ্ড ঘটানো হচ্ছে।” এক্ষেত্রে সরকারি জায়গা থাকতেও কেন বেসরকারি রিসর্টে উঠছেন মুখ্যমন্ত্রী, সেই প্রশ্নও তুলে দেন তিনি।

যদিও অপরদিকে এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার বিষয়টি তুলে ধরেছে তৃণমূল নেতৃত্ব। এদিন বিজেপির অভিযোগ উড়িয়ে জলপাইগুড়ির তৃণমূল সভাপতি মহুয়া গোপ বলেন, “মুখ্যমন্ত্রী জেড প্লাস নিরাপত্তা পান। ফলে নিরাপত্তার দিক বিবেচনা করে যে পদক্ষেপ নেওয়া দরকার, সেটাই করা হয়েছে।”

Untitled design 2022 09 07T130146.792

প্রসঙ্গত আগামীকাল হড়পা বান কাণ্ডে মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। এ ক্ষেত্রে সকল বিতর্ককে দূরে সরিয়ে রেখে আগামীকাল কি বার্তা দেন মমতা, সে দিকে তাকিয়ে সকলে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর