কমলা হ্যারিস জিতলে আমেরিকার পতাকা পোড়ানো মুসলমানরা হবে….ডোনাল্ড ট্রাম্পের পোস্টে শুরু হইচই

বাংলা হান্ট ডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) একটি নতুন সোশ্যাল মিডিয়া পোস্ট তুমুল বিতর্ক তৈরি করেছে। ট্রাম্প মুসলমানদের উদ্দেশ্য করে এই পোস্ট করেছেন। যেটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের শেয়ার করা ছবিতে মুসলিমদের আমেরিকার পতাকা পোড়াতে দেখা গিয়েছে। এই ছবি শেয়ার করে ট্রাম্প লিখেছেন, “আপনার নতুন প্রতিবেশীদের সাথে দেখা করুন… কমলা হ্যারিস নির্বাচনে জিতলে আপনার চারপাশে এটাই ঘটবে।”

ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) পোস্টে শুরু হইচই:

জানিয়ে রাখি যে, আমেরিকায় চলতি বছরের নভেম্বরে সম্পন্ন হতে চলা রাষ্ট্রপতি নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ও ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিসের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে। এমন পরিস্থিতিতে আমেরিকায় নির্বাচনী প্রচার চলছে পুরোদমে। পাশাপাশি, উভয় প্রার্থীই একে অপরকে নিশানা করছেন। তবে, এরই মধ্যে এমন কিছু বক্তব্যও সামনে আসছে যেগুলি বিতর্কের কারণ হয়ে উঠছে।

সম্প্রতি, ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) কমলা হ্যারিসের জাতিগত পরিচয় নিয়ে মন্তব্য করেছিলেন। যা বিতর্কের উদ্রেক করে। এবার মুসলিমদের লক্ষ্য করে একটি পোস্ট করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ট্রাম্প। হাজার হাজার নেটিজেন এই পোস্টে মন্তব্য করেছেন। অনেকেই বলেছেন যে এই ধরণের পোস্ট এমন একজন ব্যক্তির মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় যিনি একজন প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন এবং আবার এই পদের জন্য লড়াই করছেন। অধিকাংশজনই এহেন পোষ্টের তীব্র সমালোচনা করছেন।

আরও পড়ুন: “ধোনির আয়নায় নিজেকে দেখা উচিত… আমি ক্ষমা করব না”, মাহির প্রতি ফের গর্জে উঠলেন যুবরাজের বাবা

মুসলমানদের ডেমোক্রেটের সমর্থক হিসেবে বিবেচনা করা হয়: উল্লেখ্য যে, আমেরিকায়, অভিবাসী এবং মুসলমানদের বেশিরভাগই ডেমোক্রেটিক পার্টির সমর্থক হিসাবে বিবেচনা করা হয়। এবারও যে পোল সামনে এসেছে তাতে বোঝা যাচ্ছে মুসলিমরা কমলা হ্যারিসকে বড় পরিসরে ভোট দেবেন। এমতাবস্থায়, ট্রাম্পের (Donald Trump) এই প্রচেষ্টাকে আমেরিকার বৃহৎ শ্বেতাঙ্গ জনগোষ্ঠীকে তার দলের পেছনে একত্র করার চেষ্টা হিসেবেও দেখা হচ্ছে।

আরও পড়ুন: এবার UPI-এর মাধ্যমে ATM-এ জমা করুন টাকা! RBI শুরু করল নতুন পরিষেবা, জেনে নিন পদ্ধতি

জানিয়ে রাখি যে, ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) হ্যারিসের ভারতীয় বংশোদ্ভূত পরিচয় নিয়ে মন্তব্য করেছেন। শুধু তাই নয়, ট্রাম্প হ্যারিসের শারীরিক গঠন নিয়েও মন্তব্য করেছেন এবং বলেছেন যে তাকে কমলার চেয়ে সুন্দর দেখাচ্ছে। ট্রাম্প জানান, তিনি হ্যারিসকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন, কারণ তিনি কমলার প্রতি খুব বেশি শ্রদ্ধাশীল নয়। এদিকে, কমলা হ্যারিসও ক্রমাগত ডোনাল্ড ট্রাম্পকে তাঁর নীতি এবং তাঁর বিরুদ্ধে চলমান মামলার বিষয় সামনে এনে নিশানা করছেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর