চাকরি থাকবে তো সিভিক ভলান্টিয়ারদের? মন্ত্রীর ভাইয়ের মন্তব্যে আশঙ্কার কালো মেঘ

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট (Panchayat Vote) আসতে হাতে মাত্র ৪ দিন। সময় যত এগিয়ে আসছে ততই বাড়ছে হুমকি হুঁশিয়ারির বহর। এরই মাঝে এবার সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteers) চাকরি নিয়ে টানাটানি! ভরা সভায় সিভিকের হুঁশিয়ারি দিয়ে জোর বিতর্কে জড়ালেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীর ভাই (Minister Gulam Rabbani’s brother) গোলাম রসুল।

পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে বর্তমানে চলছে শেষ মুহূর্তের প্রচার। গতকাল সন্ধেয় গোয়ালপোখোরে নির্বাচনী সভা করেন তৃণমূলের ব্লক সভাপতি তথা মন্ত্রী গোলাম রব্বানীর ভাই গোলাম রসুল। সেখানেই আরেক কাণ্ড! সরাসরি সিভিক ভলান্টিয়ারদের হুঁশিয়ারি দিতে শোনা গেল মন্ত্রীর ভাই তথা উত্তর দিনাজপুর জেলা পরিষদের বিদায়ী পূর্ত কর্মধ্যক্ষর মুখে।

সোমবার ভরা সভায় দাঁড়িয়ে গোলাম রসুল বলেন, “কোনও সিভিক ভলান্টিয়র পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের হয়ে কাজে না করলে ৮ তারিখের পরে সে কী করে চাকরি করে,তা দেখে নেওয়া হবে।” প্রকাশ্যে একজন জনপ্রতিনিধির গলায় এহেন হুঁশিয়ারি শুনে জোর চৰ্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। উঠছে হাজারো প্রশ্ন।

তবে ভাইয়ের মন্তব্য অবশ্য কোনও ভাবেই সমর্থন করেননি মন্ত্রী গোলাম রব্বানী। তিনি বলেন, “একজন সরকারি কর্মচারীকে নিরপেক্ষভাবে কাজ করা উচিত। যদি কোনও সিভিক ভলান্টিয়র কোনও রাজনৈতিক দলের হয়ে কাজ করেন, তা কখনোই কাম্য নয়।”

tmc flag

তবে তাতে যে বিতর্ক থেমে গিয়েছে তেমনটা নয়। অন্যদিকে এই বিষয়ে বিজেপির জেলার সহ-সভাপতি সুরজিৎ সেন বলেন ,”রাজ্যে কোনও প্রকল্প শুরু হলে তা কখনই বন্ধ হয় না। সিভিক ভলান্টিয়রদের চাকরি স্থায়ীই বা কবে হল? কখনই কোনও নেতা মন্ত্রী এই ধরনের চাকরি খেয়ে নিতে পারেন না। আসলে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে তাই নেতারা ভুলভাল বকছে।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর