‘৮ জুলাই খেলা হবে, তাতে প্রাণ গেলে যাবে’, ফের বেফাঁস মন্তব্য মদন মিত্রের

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বেজে গিয়েছে পঞ্চায়েত (Panchayat Vote) দামামা! গতকাল ছিল প্রার্থীদের মনোনয়ন জমার শেষ দিন। প্রথম দিন থেকেই মনোনয়ন পর্বকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে ভাঙড়, ক্যানিং-সহ রাজ্যের বেশ কয়েকটি জায়গা। রক্তাক্ত হয়েছে বাংলা, প্রাণ হারিয়েছেন অনেকে। এই উত্তপ্ত পরিস্থিতিতেই ৮ জুলাই রাজ্যজুড়ে খেলার ডাক দিলেন তৃণমূলের মদন মিত্র।

রাজ্যের দুয়ারে পঞ্চায়েত নির্বাচন। বর্তমানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ২০২৩ গ্রাম বাংলার ভোটকে পাখির চোখ করে বিভিন্ন জায়গায় সভা-মিছিলে নেমেছে সমস্ত রাজনৈতিক দল। গতকাল সেরকমই এক সভা থেকে বেফাঁস মন্তব্য করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। আর তাতেই রাজ্যজুড়ে শোরগোল।

ঠিক কী বলেছেন ‘কালারফুল’ নেতা? মদন মিত্র বলেন, “বিজেপি, সিপিএম কংগ্রেস আমার নাম মনে রাখবে। যতই কেন্দ্রীয় বাহিনী আনো শেষের দিন ভয়ংকর। ৮ জুলাই খেলা হবে। জান প্রাণ লাগিয়ে খেলা হবে। খেলতে গিয়ে যদি প্রাণ যায় তো যাবে। কিন্তু শত্রুদের হাতে তৃণমূলের পবিত্র পতাকা ছেড়ে পালাব না।”

madan mitra

একদিকে মনোনয়ন ঘিরে তোলপাড় রাজ্য-রাজনীতি। অন্যদিকে, এই আবহে বিধায়কের এহেন মন্তব্যে শুরু হয়েছে জোর চৰ্চা। বিরোধী শিবিরের দাবি, অশান্তির উসকানি দিচ্ছেন কামারহাটির বিধায়ক। মদনবাবুর এই মন্তব্যে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও আশঙ্কা বিরোধীদের।

বিধায়কের মন্তব্যের তীব্র বিরোধীতায় সরব গেরুয়া শিবির। এ বিষয়ে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, “হিংসা ছাড়া তৃণূমলের বাঁচার রাস্তা নেই। তাই ওরা এসব বলছে। তবে ওদের খেলা এখন নিজেদের মধ্যে। তাতে জিতলে তারপর তো গিয়ে বিরোধীদের সঙ্গে খেলবে।”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর