“আর চলবে না বন্দে ভারত….”, এই VVIP ট্রেনকে ঘিরে রেলের অন্দরেই শুরু ধুন্ধুমার কাণ্ড! চমকে দেবে কারণ

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে চলছে অত্যাধুনিক সেমি হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। শুধু তাই নয়, অল্প সময়ের মধ্যেই যাত্রীদের কাছেও এই ট্রেন তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। যদিও, বিভিন্ন কারণে বন্দে ভারত এক্সপ্রেস বারংবার উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেই রেশ বজায় রেখেই ফের একবার খবরের শিরোনামে উঠে এল এই ট্রেন। মূলত, আগ্রা-উদয়পুরের মধ্যে শুরু হওয়া বন্দে ভারত এক্সপ্রেসের চলাচলের বিষয়ে বিতর্ক থামছে না।

বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) নিয়ে শুরু বিবাদ:

জানা গিয়েছে, ওই বন্দে ভারত (Vande Bharat Express) ট্রেনটি কোটা ডিভিশনের চালক এবং গার্ড দ্বারা পরিচালিত হচ্ছে। যার কারণে আগ্রা রেলওয়ে বিভাগের চালক এবং গার্ডরা এই ট্রেনটি পরিচালনা করতে পারছেন না। আর এই বিষয়টির পরিপ্রেক্ষিতেই আগ্রা রেল বিভাগের ক্রু মেম্বারদের মধ্যে ক্ষোভ তৈরি রয়েছে। এর পাশাপাশি, নর্থ সেন্ট্রাল রেলওয়ে মেন্স ইউনিয়ন প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছে। NCRS-এর নেতৃত্বে, আগ্রা রেলওয়ে বিভাগের অফিসে একটি বিশাল বিক্ষোভও সম্পন্ন হয়।

   

এই প্রসঙ্গে, উত্তর সেন্ট্রাল রেলওয়ে মেন্স ইউনিয়নের আধিকারিক স্পষ্টভাবে বলেছেন যে, বন্দে ভারত (Vande Bharat Express) ট্রেনের পরিচালনা যদি আগ্রা রেলওয়ে বিভাগের হাতে না আসে, সেক্ষেত্রে তাঁরা আগ্রা ক্যান্ট থেকে বন্দে ভারত ট্রেন পরিচালনার অনুমতি দেবেন না। এই পুরো বিষয়টি আগ্রা-উদয়পুর বন্দে ভারত ট্রেনের সঙ্গে জড়িত। জানিয়ে রাখি যে, উদয়পুর ও আগ্রার মধ্যে চলা বন্দে ভারত এক্সপ্রেসের অপারেটর নিয়ে কোটা এবং আগ্রা রেলওয়ে বিভাগের ক্রু মেম্বারদের মধ্যে প্রথম দিন থেকেই বিরোধ চলছে।

Controversy started over Vande Bharat Express.

ট্রেনের পরিচালনা নিয়ে বিরোধ: ট্রেন পরিচালনা নিয়ে কোটা এবং আগ্রা রেলওয়ে বিভাগের কর্মচারীদের মধ্যে এই বিতর্কে, চালক থেকে শুরু করে সহ-চালক এবং গার্ডের সাথে বিবাদ হয়।এমনকি হাতাহাতিতে তাঁদের পোশাকও ছিঁড়ে গিয়েছিল। ইতিমধ্যেই এই সংক্রান্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপর থেকেই এই নিয়ে বিরোধিতা বাড়তে থাকে। পাশাপাশি, এই বিরোধিতার বিষয়টি রেলওয়ে বোর্ডের কাছে পৌছলেও এখনও কোনও সমাধান মেলেনি।

আরও পড়ুন: বিরাট Vs বাবর! কে সবার সেরা? বিতর্কে জল ঢেলে বড় প্রতিক্রিয়া দিলেন পাকিস্তানের প্রাক্তন তারকা খেলোয়াড়

বিষয়টির পরিপ্রেক্ষিতে, উত্তর সেন্ট্রাল রেলওয়ে মেন্স ইউনিয়নের বিভাগীয় সভাপতি বিজয় সিং মীনা বলেছেন যে, আগ্রা রেলওয়ে বিভাগের ক্রু মেম্বাররা কোটা পর্যন্ত চালানোর আদেশ পেয়েছেন। কিন্তু তা সত্বেও কোটার ক্রু মেম্বাররা বন্দে ভারত (Vande Bharat Express) ট্রেন পরিচালনা চালিয়ে যাচ্ছেন। আগ্রা রেলওয়ে ডিভিশনের মেম্বারদের এটা করতে দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন: এবারে সেমিকন্ডাক্টর সেক্টরে রাজকীয় “এন্ট্রি” আদানির! এই রাজ্যে করলেন ৮৩,৯৪৭ কোটির বিনিয়োগ

আধিকারিকদের কঠোর অবস্থান: তিনি আরও জানান, কোটার মেম্বার ১২,০০০ কিলোমিটারের বেশি পরিচালনা করছেন। অথচ এটি রেলওয়ে বোর্ডের নিয়মের বিরুদ্ধে। ইউনিয়নের সাথে যুক্ত অন্যান্য আধিকারিকরা স্পষ্টভাবে বলেছেন যে, আগ্রা রেলওয়ে বিভাগের গ্রুপ মেম্বারদের লাঞ্ছিত করা হচ্ছে। পাশাপাশি, বন্দে ভারত ট্রেন চালানোও তাঁদের অধিকার বলে দাবি করেছেন তাঁরা। এমতাবস্থায়, যদি কোটার গ্রুপের মেম্বাররা তাঁদের “গুন্ডামি” ত্যাগ না করেন তবে এই বন্দে ভারত ট্রেনটি আগ্রা থেকে চালানোর অনুমতি দেওয়া হবে না বলেও তাঁরা জানিয়েছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর