বাংলাহান্ট ডেস্ক : বলিউড আর বিতর্ক যেন চলে হাত ধরাধরি করে। কোনো না কোনো সিনেমা বা সিরিজের বিতর্কে জড়ানো কার্যত অত্যন্ত সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখন। কিছুদিন আগেই বয়কটের (Jaat) ডাক উঠেছিল সলমন খানের নতুন ছবি ‘সিকন্দর’ এর বিরুদ্ধে। আর এবার নিশানায় সানি দেওল অভিনীত ‘জাট’ (Jatt)। খ্রিস্টানদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে বয়কটের ডাক দেওয়া হল জাট ছবিটিকে।
বয়কটের ডাক উঠল জাট (Jatt) এর বিরুদ্ধে
মাত্র কিছুদিন আগেই মুক্তি পেয়েছে জাট (Jatt)। গদর ২ এর পর এই ছবির হাত ধরেই কামব্যাক করেছেন সানি। কিন্তু প্রথম থেকেই বিতর্ক সঙ্গী হয়েছে ছবিটির। নাম নিয়ে আপত্তি প্রকাশ করতে দেখা গিয়েছিল শিখ সম্প্রদায়কে। এবার একটি বিশেষ দৃশ্য নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে খ্রিস্টান সমাজে। ছবিটি বয়কটের ডাক দিয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের একাংশ।
কী কারণে বিতর্ক: ছবির একটি দৃশ্যে দেখা যায়, চার্চে প্রার্থনা চলাকালীন আচমকাই সেখানে হামলা চালায় রণদীপ হুডা অভিনীত চরিত্রটি। আর তাঁর ঠিক পেছনেই পর্দায় ভেসে ওঠে ক্রুশবিদ্ধ যিশু! এই দৃশ্য (Jatt) নিয়েই তীব্র আপত্তি প্রকাশ করেছে খ্রিস্টান সম্প্রদায়। পবিত্র গির্জার মধ্যে এমন হিংস্রতার দৃশ্য দেখানোয় ক্ষুব্ধ অনেকেই। খ্রিস্টান সম্প্রদায়ের এক প্রতিনিধি বলেন, এহেন দৃশ্য তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে। গির্জার মতো পবিত্র জায়গায় কীভাবে হামলার ঘটনা দেখানো হয়! খ্রিস্টান সম্প্রদায়ের তরফে এমনও অভিযোগ উঠেছে, ধর্মবিশ্বাসে আঘাত হানার ইচ্ছাকৃত ষড়যন্ত্র এটা।
আরো পড়ুন : ‘বাড়িতে ঢুকে…’, সলমনের অ্যাপার্টমেন্টে ‘সার্জিক্যাল স্ট্রাইক’! ফের হুমকি পেলেন ভাইজান
অভিযোগ জমা পড়েছে ছবির বিরুদ্ধে: বিষয়টা নিয়ে জল গড়িয়েছে অনেক দূর। শোনা যাচ্ছে, প্রেক্ষাগৃহের বাইরে প্রথমে বিক্ষোভ প্রদর্শন করার কথা ভাবা হয়েছিল খ্রিস্টান সম্প্রদায়ের তরফে। কিন্তু পুলিশের তরফে অনুমতি মেলেনি। শেষমেষ যুগ্ম পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জমা করা হয় খ্রিস্টান ধর্মীয় সংগঠনের তরফে। সেখানে জাট (Jatt) ছবিটি বয়কটের দাবি তোলা হয়েছে।
আরো পড়ুন : ‘জাট’ সানির এন্ট্রিতেই আউট ‘সিকন্দর’! কত আয় হল সলমনের ছবির?
সানি দেওল অবশ্য ছবিটিকে নিয়ে বিতর্ক তৈরি না করারই আবেদন জানিয়েছেন। তাঁর বক্তব্য, ছবিটি সম্পূর্ণ বিনোদনমূলক। এর গায়ে ধর্মীয় তকমা সেঁটে না দেওয়াই ভালো। ছবির মাধ্যমে কোনো ধর্মীয় উসকানিমূলক বার্তা দেওয়া হয়নি। দেশের সম্মান হানি হয় এমন কোনো বিষয় ছবিতে দেখানো হবে না বলেই মন্তব্য করেছেন সানি।