‘ওখানে বিষ্ণু মন্দির ছিল!’ এবার দিল্লির জামা মসজিদ নিয়ে প্রশ্ন তুলল হিন্দু মহাসভা

বাংলাহান্ট ডেস্ক : জ্ঞানবাপী মসজিদ, কুতুব মিনার, তাজমহলের পর এবার হিন্দুত্ববাদী সংগঠনের নিশানায় দিল্লির জামে মসজিদ। হিন্দু মহাসভার সভাপতি স্বামী চক্রপাণির দাবি, জামে মসজিদের নিচে রয়েছে হিন্দু দেবতা বিষ্ণুদেবের মন্দির। শাহী ইমামের কাছে জামে মসজিদ খননের অনুমতিও চাওয়ার কথা বলেছেন তিনি। এর ফলে আসল সত্য সামনে আসবে বলেই মত হিন্দু মহাসভার সভাপতির।

বারাণসীর জ্ঞানবাপী মসজিদের মধ্যে একটি শিবলিঙ্গ মিলেছে বলেই দাবি হিন্দুত্ববাদী সংগঠনগুলির। এদিন সেই প্রসঙ্গেও মুখ খোলেন স্বামী চক্রপাণী। তিনি বলেন, ‘আমরা নিশ্চিত যে ওই মসজিদের নীচে একটি শিব মন্দির রয়েছে। অবিলম্বে তাই মসজিদটি সিল করে দেওয়া উচিত যাতে কেউ ঢুকতে না পারে।’

এর আগেও বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এসেছিলেন স্বামী চক্রপাণি। তিনি দাবি করেছিলেন যে দিল্লির নাম পরিবর্তন করে ইন্দ্রপ্রস্থ রাখা উচিত, কারণ এই নামটি বিশেষ তাৎপর্য বহন করে। স্বামী চক্রপাণি দাবি করেন, ‘দিল্লির নাম পরিবর্তন করে ইন্দ্রপ্রস্থ করা হলে দিল্লিতে বৃষ্টি ও সমৃদ্ধি আসবে। দেশের হৃদয় অর্থাৎ রাজধানী যখন খুশি থাকবে, তখন সারা দেশ খুশি হবে।’

স্বামী চক্রপাণির দাবি অনুসারে , ‘তোমর রাজবংশের রাজার প্রাসাদের একটি পাইপ আলগা ছিল। যার ফলে তিনি এর নাম দেন ঢিলা, যা পরে দিল্লী হয়।’ তিনি আরও বলেন, ‘রাজধানীর নাম পরিবর্তন করতে হবে। এ জন্য একটি স্বাক্ষর অভিযান চালানো হবে এবং বিষয়টি কেন্দ্রীয় সরকারের সামনে রাখা হবে।’ স্বভাবতই দেশ জুড়ে চলতে থাকা মন্দির-মসজিদ বিতর্কের মধ্যে তাঁর এহেন দাবিতে যে আরও খানিক ঘৃতাহুতি হল সেই আগুনে, তা বলাই বাহুল্য।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর