আপনি আরও গালি…, হঠাৎ মুখোমুখি হয়ে কুণালকে যা বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়! অবাক হবেন

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কিছুমাস ধরে চর্চার শীর্ষে বঙ্গের নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলা। আর সেই ইস্যুতেই নাম আসে বর্তমানে বাংলার ‘আইকন’ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay)। শিক্ষক কেলেঙ্কারি মামলায় শক্ত হাতে একের পর এক রায় দিয়ে চলেছেন বিচারপতি। সেই বিচারেই যেমন অনেকের কাছে হয়ে উঠেছেন ভগবান, আবার কিছু মানুষের কাছে তিনি বিরাগভাজনও বটে।

দুর্নীতি মামলায় বিচারপতি রায়ে অস্বস্তিতে পড়েছেন তৃণমূলের বহু নেতারা। সেক্ষত্রে কোনো কোনো জায়গায় পাল্টা আক্রমণের পথও বেছে নিয়েছে শাসকদল। আর সেকথা বলতে গেলেই উঠে আসে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) কথা। একাধিক সময়ে বিচারপতির একাধিক রায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি। আর সেই কুণালই এবার গিয়ে পড়লেন বিচারপতির মুখোমুখি। তারপর যা হল….

প্রসঙ্গত এতদিন সংবাদের মারফতই ছিল দুজনার পরিচয়। তবে শুক্রবার সন্ধ্যায় এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে প্রথম আলাপ হল তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ ও বিচারপতি গঙ্গোপাধ্যাইয়ের। কথাও হল কিছুক্ষন। অনুষ্ঠানে বিচারপতিকে দেখেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে নমস্কার করেন কুণাল। হেসে নমস্কার ফিরিয়ে দেন বিচারপতিও। সেই সময় ছোট্ট করে হয়ে গেল হ্যান্ডশেকও। এরপরই দুজন দুজনের আসনে গিয়ে বসে পড়েন। তবে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যাওয়ার পথে ফের মুখোমুখি তারা।

justice ganguly

সেই সময় বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রথমে কুণালকে বলেন, “আপনাকে আমার বেশ লাগে।” এরপর হাসতে হাসতে বিচারপতি বলেন, “আপনি আমার বিরুদ্ধে আরও গালাগালি করুন। প্রাণ খুলে গালাগালি করুন। তাতে আমি কিছু মনে করছি না।” বিচারপতির কথায় হাসতে হাসতেই জবাবে কুণাল বলেন, “ও ভাবে বলবেন না। আমিও আপনাকে পছন্দ করি।” ব্যাস সেখানেই সমাপ্তি। এরপর হাত মিলিয়ে দুজনে দু’দিকে।

প্রসঙ্গত, এর আগে নাম না করে বহুবার কুণালের কথায় উঠে এসেছে বিচারপতি প্রসঙ্গ। বিচারপতিও গত ডিসেম্বরে ভরা এজলাশেই কুণালকে নিয়ে মন্তব্য করে বলেছিলেন, “কুণাল ঘোষের কথায় আমি খুব আনন্দ পাই। রোজই আমার বিরুদ্ধে কিছু না কিছু বলেন। এখন এ নিয়ে আমি অতিরিক্ত মন্তব্য করতে চাই না! কিন্তু আমার মন্তব্যগুলির অন্য রকম ব্যাখ্যা হয়ে যাচ্ছে।” তবে এবার সামনা-সামনি দেখা হয়ে হয়ে গেল দুজনার। কুণালকে যে ভালো লগে সেকথাও ব্যক্ত করলেন বিচারপতি।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর