বিচারকের রায় শুনেই দে দৌড়! ভরা এজলাস থেকে পালাল ধর্ষণের আসামি! তুলাকালাম আদালত চত্বর

বাংলা হান্ট ডেস্ক : ভরা এজলাস বিচারকের রায় ঘোষণা করছেন। আসামি দাঁড়িয়ে আছে কাঠগড়ায়। রায় শোনার পর হঠাৎই দে দৌড়! এজলাস ছেড়ে পালাল ধর্ষণের আসামি ( Convict Run Away ) ! শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে হুলুস্থুল কান্ড বেঁধে যায় কাটোয়া মহকুমা আদালত ( Katwa Court ) চত্বরে। অপরাধীকে পালাতে দেখে তাকে ধাওয়া করেও তার নাগাল পাওয়া যায়নি। মুহুর্তের মধ্যে আদালত চত্বর থেকে হাওয়া হয়ে যায় সে।

কেতুগ্রাম থানার ছোটপুরুলে গ্রামের দাসপাড়ায় ২০১০ সালের এপ্রিল মাসে প্রতিবেশী এক প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে জিতেন মাঝির বিরুদ্ধে। অল্প কয়েকদিনের মধ্যেই তাকে গ্রেফতার করে পুলিস। পরে একমাসের উপর জেলে থাকার পর জামিনে মুক্তি পায় সে।

court 2

এই ধর্ষণের মামলার শুনানি শেষ হয় ২০২২ সালের নভেম্বর মাসে। আজ শুক্রবার ছিল ওই মামলার রায় ঘোষণার দিন। দুপুরে কাটোয়া মহকুমা আদালতের অতিরিক্ত দায়রা আদালতের বিচারক সুকুমার সূত্রধরের এজলাসে নিজের আইনজীবীকে সঙ্গে নিয়ে অভিযুক্ত হাজির হয়। বিচারক জিতেনকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত করে তার বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন। বিচারকের রায় শোনার পরেই কারুর কিছু বোঝার আগেই সে এজলাস ছেড়ে দৌড়ে পালায়।

সেই সময় আদালত চত্বরে থাকা আইনজীবীরা জানান, কাটোয়া মহকুমা আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক সুকুমার সূত্রধর জিতেনকে দোষী সাব্যস্ত করার পর এজলাসের লকআপে যেতে বলেন। সেই সময় এজলাসের কর্মী ও আইনজীবীদের নজর এড়িয়ে দৌড় লাগায় সে। জিতেনের বাবা বিজয় মাঝিকে গ্রেফতার করেছে পুলিস। জিতেনকে খুঁজতে চারিদিকে তল্লাসি চালাচ্ছে পুলিস।

Sudipto

সম্পর্কিত খবর