বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছে নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে। অভিষেক টেস্ট ম্যাচ খেলতে নেমে একের পর এক রেকর্ড করেছেন তিনি। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সৌরভ গাঙ্গুলীর 25 বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন এবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিশ্ব রেকর্ড করলেন তিনি।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার কেপলার ওয়েসেলসের রেকর্ড ভেঙ্গে দিলেন ডেভন কনওয়ে। ওপেনার হিসেবে অভিষেক টেস্টে সর্বাধিক রান করলেন তিনি।
ডেভন কনওয়ে প্রথম ইনিংসে 200 রান করে আউট হয়ে যান এবং দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 23 রানে আউট হন তিনি অর্থাৎ দুই ইনিংস মিলিয়ে 223 রান করেন ডেভন কনওয়ে। 1982 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে 218 রান করেছিলেন ওয়েসেলস। এবার তাকে টপকে গেলেন ডেভন কনওয়ে।