বাংলা হান্ট ডেস্ক : আর্থিক সঙ্কটে জেরবার পাকিস্তান (Pakistan)। অবস্থা এতটাই খারাপ যে সিলিন্ডারের অভাবে প্লাস্টিকের ব্যাগেই রান্নার গ্যাস ভরে বিক্রি করা হচ্ছে ভারতের পড়শি দেশে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বিরাট একটি প্লাস্টিকের ব্যাগে ভরা হচ্ছে রান্নার গ্যাস। আর সেই প্লাস্টিকের ব্যাগেই গ্যাস নিয়ে যাচ্ছেন গ্রাহকরা!
একাধিক সংবাদমাধ্যমের দাবি, প্লাস্টিকের ব্যাগে রান্নার গ্যাস ভরার দৃশ্য দেখা গেছে খাইবার পাখতুনখোয়ায়। এই এলাকার কারাক জেলায় ২০০৭ সাল থেকে রান্নার গ্যাস দেওয়া বন্ধ করেছে সরকার। গত দু’বছর ধরে গ্যাসের পাইপলাইন খারাপ থাকায় হাঙ্গু শহরে বাসিন্দারা রান্নার গ্যাস পাননা। তার মধ্যেই খাইবার পাখতুনখোয়া থেকে এই দৃশ্য সামনে আসায় চাঞ্চল্য দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
In Pakistan, the practice of using gas packed in plastic bags instead of cylinders for cooking has increased. Gas is sold by filling bags inside the shops connected to the gas pipeline network. People use it in the kitchen with the help of a small electric suction pump.#pkmb pic.twitter.com/e1DpNp20Ku
— lonewolf (@lonewolf_0o1) December 31, 2022
ভিডিওতে দেখা যচ্ছে, কম্প্রেসরের মাধ্যমে প্লাস্টিকের ব্যাগে গ্যাস ভরছেন বিক্রেতারা। প্লাস্টিকের ব্যাগগুলি বিশেষ ভাবে তৈরি। তাতে নজ়ল এবং ভাল্ভ লাগানো রয়েছে। এক একটি ব্যাগে ৩-৪ কেজি ওজনের গ্যাস ভরা হয়। সেই গ্যাস ভরতে এক ঘণ্টার উপর সময় লাগছে। তবে এ ভাবে সিলিন্ডারের বদলে প্লাস্টিকের ব্যাগে গ্যাস ভরার প্রক্রিয়া কতটা বিপজ্জনক তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাঁরা দাবি করেন গ্যাসভর্তি ওই প্লাস্টিকের ব্যাগগুলি এক একটি শক্তিশালী বোমার সমান। যে কোনও মহুর্তে ফেটে গিয়ে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা।
নাজিবুল্লাহ খান নামে এক ব্যবসায়ী বলেন, কার্বন ইস্পাত বা ইস্পাতের অ্যালয় দিয়ে তৈরি গ্যাস সিলিন্ডারের দাম প্রায় ১০ হাজার পাকিস্তানি রুপি (প্রায় পাঁচ হাজার টাকা), যা অনেক পরিবার, দোকানদার এবং ব্যবসার জন্য দুর্মূল্য৷ তিনি জানান, ‘আকারের ভিত্তিতে প্রতিটি পুনরায় ব্যবহারযোগ্য গ্যাস ব্যাগের মূল্য ৫০০ থেকে ৯০০ রুপি (২৫০ থেকে ৫০০ টাকা) এবং প্রতিটি কম্প্রেসরের দাম দেড় হাজার থেকে দুই হাজার রুপি৷ শহর ও গ্রামে মানুষ উভয়ই এগুলো ব্যবহার করে’