জরিমানার বদলে একটি ‘চুম্বন”, কোভিড নিয়ম ভাঙায় তরুণীকে আজব শাস্তি পুলিশের! ভাইরাল হল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ পুলিশের কাজ হল মানুষের সাহায্য করা আর তাঁদের আইন লঙ্ঘন করার থেকে রোখা। কিন্তু দক্ষিণ আমেরিকার দেশ পেরু থেকে এক আজব মামলা সামনে এসেছে। সেখানে এক পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে, কারণ ওই পুলিশকর্মী করোনার নিয়ম ভাঙা এক তরুণীকে জরিমানা করার বদলে একটি চুমু খেয়ে ছেড়ে দেন।

উল্লেখ্য, পেরুর রাজধানী লিমা-তে একটি তরুণী কোভিড-১৯ এর আইন অমান্য করে, পুলিশকর্মী ওই তরুণীকে জরিমানা করার বদলে একটি চুমু খেয়ে ছেড়ে দেয়। পুলিশ কর্মীর এই কাণ্ড সিসিটিভিতে বন্দি হয়ে যায়, আর একটি টিভি চ্যানেল সেই দৃশ্য প্রসারিত করে।

ভিডিওতে দেখা যাচ্ছে যে, পুলিশ কর্মী ওই তরুণীর তথ্য নিজের নোটপ্যাডে লিখছেন। আর সেই মুহূর্তে ওই তরুণী কর্তব্যরত পুলিশ কর্মীকে জরিমানা করার বদলে, একটি চুমু দিয়ে মামলার রফাদফা করার আবেদন করতে দেখা যায়।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই মামলা সামনে আসার পর ওই পুলিশকর্মীকে বরখাস্ত করা হয়েছে। পেরুর রাজধানী লিমার আধিকারিকরা এই মামলার তদন্ত শুরু করেছে।

আধিকারিকরা জানান, ‘এই মামলা সামনে আসার পর আমাদের মেয়র লুইস মোলিনে তৎক্ষণাৎ ওই পুলিশ কর্মীকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন। অজ্ঞাত পরিচয় ওই তরুণী করোনার নিয়মের লঙ্ঘন করছিল, আর পুলিশ কর্মী তাঁকে সেই নিয়ম লঙ্ঘন করার অনুমতি দেয়। শুধু তাই নয়, মাস্ক খুলে পুলিশ কর্মী ওই তরুণীকে চুমুও দেয়।”


Baisakhi Dutta

সম্পর্কিত খবর