অনুরাধা পড়ওয়ালকে নিয়ে ভেঙে পড়েছিল , ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকা হেলিকপ্টার বিক্রি হচ্ছে এত টাকায়!

বাংলাহান্ট ডেস্ক: বিক্রি হতে চলেছে মধ‍্য প্রদেশ সরকারের বেল-৪৩০ হেলিকপ্টার (Bell-430 Helicopter)। এই হেলিকপ্টারে চেপে যাওয়ার সময়েই দুর্ঘটনার মুখে পড়েছিলেন প্রখ‍্যাত সঙ্গীতশিল্পী অনুরাধা পড়ওয়াল‌ (Anuradha Paudwal)। সঙ্গীতশিল্পীকে নিয়ে ভেঙে পড়েছিল কপ্টারটি। সেই হেলিকপ্টারই এবার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিল মধ‍্য প্রদেশ সরকার।

সালটা ২০০২, ২১ ফেব্রুয়ারি। এক সরকারি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল বর্ষীয়ান সঙ্গীতশিল্পী অনুরাধা পড়ওয়ালের। বেল-৪৩০ হেলিকপ্টারটি দেওয়া হয় তাঁকে অনুষ্ঠানে পৌঁছে দেওয়ার জন‍্য। কিন্তু কী ভয়াবহ দুর্ঘটনা অপেক্ষা করছে তা ভাবতেও পারেননি কেউ।

kerala woman claims to be daughter of singer anuradha paudwal moves court and seeks rs 50 cr compensation
সেদিন ইন্দোরে বিজয় নগরের কাছে ভেঙে পড়েছিল কপ্টারটি। সৌভাগ‍্যবশত, অনুরাধা পড়ওয়াল সামান‍্য আঘাতের উপর দিয়ে বেঁচে গিয়েছিলেন। কিন্তু মধ‍্য প্রদেশের তৎকালীন মুখ‍্যমন্ত্রী দিগ্বিজয় সিংয়ের ব‍্যক্তিগত সহকারী রাজেন্দ্র সিং রঘুবংশী, যিনি দায়িত্ব নিয়ে সঙ্গীতশিল্পীকে অনুষ্ঠানে নিয়ে যাচ্ছিলেন, তিনি গুরুতর আহত হন।

এখন যখন হেলিকপ্টারটি সারাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে, তখন রঘুবংশী সেদিনকার ঘটনা নিয়ে মুখ খুলেছেন। সংবাদ মাধ‍্যমকে তিনি জানান, অনুরাধা পড়ওয়ালকে নিয়ে বিয়াওড়ার কাছে একটি সরকারি অনুষ্ঠানে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়েছিল তাঁর কাঁধে। সঙ্গে ছিলেন কংগ্রেসের রাধাকৃষ্ণন মালব‍্যও। দুর্ঘটনার স্মৃতি এখনো টাটকা তাঁর মনে।

সূত্রের খবর, মধ‍্য প্রদেশের মুখ‍্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের ক‍্যাবিনেট বৈঠকে বেল-৪৩০ হেলিকপ্টার বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়। মোট ২ কোটি ৫৭ লক্ষ টাকায় বিক্রি করা হচ্ছে কপ্টারটি। এই হেলিকপ্টারের নির্মাণ বন্ধ করে দেওয়া হয়েছে সংস্থার তরফে। পাশাপাশি কপ্টারটি আর উড়তেও সক্ষম নয়। তাই মোটা টাকায় সেটা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।


Niranjana Nag

সম্পর্কিত খবর