চাকরির আশা ছেড়ে শুরু করুন এই ব্যবসা, রয়েছে দৈনিক হাজার হাজার টাকা আয়ের সুযোগ

বাংলা হান্ট ডেস্কঃ করোনা কালে অনেকেরই চাকরি চলে গিয়েছে, তাই এই মুহূর্তে অনেকেই ফের একবার নতুন করে ব্যবসা (Business) শুরু করার কথা ভাবছেন। সাধারণত ব্যবসার ক্ষেত্রে একটি মূল কথা হল তা কতটা আধুনিক এবং সময়োপযোগী। আজ আপনাকে এমন একটি ব্যবসার কথা বলব যা ভীষণই সময়োপযোগী একটি ব্যবসা এবং সঠিকভাবে চালাতে পারলে থেকে মাসে এক লক্ষ কুড়ি হাজার টাকা আয় করাও কোনও সমস্যা হবেনা আপনার পক্ষে।

কর্নফ্লেক্স এখন আমাদের নিত্যদিনের সঙ্গী, বাচ্ছারা তো বটেই বড়দের ক্ষেত্রেও ব্রেকফাস্টে কর্নফ্লেক্স একটি নিত্য প্রয়োজনীয় খাবার। একদিকে যেমন এটি অত্যন্ত উপকারী তেমনই সুস্বাদুও বটে। প্রায় সকলেই জানেন কর্নফ্লেক্স তৈরি হয় ভুট্টা থেকে। এখন এই ব্যবসা করে কিন্তু প্রতিদিনে চার হাজার টাকা পর্যন্ত আয় করা কোন সমস্যাই হবে না আপনার জন্য। আসুন জেনে নেওয়া যাক এর জন্য কি কি লাগবে আপনার।

প্রথমত প্রয়োজন ভুট্টা থেকে কর্নফ্লেক্স তৈরীর মেশিন, বিদ্যুৎ সুবিধা, জিএসটি নম্বর এবং কাঁচামাল। এছাড়া লাগবে মাল গুদামজাত করার জন্য ২০০০ থেকে ৩০০০ বর্গফুটের একটি গুদামঘর। এক্ষেত্রে দু’ভাবে ব্যবসা শুরু করতে পারেন আপনি, প্রথমত নিজের জমিতে শুরু করতে পারেন ভুট্টার চাষ। সেক্ষেত্রে কাঁচামাল এবং তা থেকে কর্নফ্লেক্স তৈরীর কারখানা একেবারে কাছাকাছি তৈরি করা যাবে। এক্ষেত্রে আপনাকে কাঁচামাল কিনে বয়ে আনার জন্য অতিরিক্ত কোনও টাকা দিতে হবে না।

IMG 20211109 164012

তবে ব্যবসা বড় হলে বাইরে থেকেও কাঁচামাল কিনতে হবে আপনাকে। তাই কারখানা এমন জায়গায় স্থাপন করা প্রয়োজন যাতে কাঁচামাল বয়ে আনার জন্য খুব বেশি খরচ করতে না হয় আপনাকে। একইভাবে দেখতে হবে বাজারের দূরত্ব কত? এবার আপনাকে বলি সাধারণত এক কেজি কর্নফ্লেক্স ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়। সব মিলিয়ে এক্ষেত্রে তৈরির খরচ ৩০ টাকা বাদ দিলেও ৪০ থেকে ৫০ টাকা লাভ করতে পারবেন আপনি। দিনে যদি আপনি ১০০ কেজি কর্নফ্লেক্স বিক্রি করতে পারেন সেক্ষেত্রে আপনার আয় দাঁড়াবে ৪ থেকে ৫ হাজার টাকা। অর্থাৎ প্রতি মাসে হিসেব করলে আপনার মাসিক আয় হতে পারে এক লক্ষ কুড়ি হাজার টাকারও বেশি।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর