বাংলা হান্ট ডেস্কঃ গত শুক্রবার ওড়িশার (Odisha) বালেশ্বরের (Balasore) কাছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসে (Coromandel Express) ভয়াবহ দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত ২৮০ জনের মৃত্যুর খবর মিলেছে। পাশাপাশি আহতের সংখ্যা ছাড়িয়েছে ১০০০। চারিদিকে মৃত্যু মিছিল। ট্রেন দুর্ঘটনার দীর্ঘ ৫১ ঘণ্টা পরে প্রথম ট্রেন চলল ওড়িশার বালাসোরের বাহানগা রেল স্টেশনের অভিশপ্ত লাইনে।
প্রথমে একটি মালগাড়ি ডাউন লাইন দিয়ে ধীর গতিতে বেরিয়ে যায়। সেই সময় সেই স্থানে রেলের একাধিক উচ্চপদস্থ কর্তা উপস্থিত ছিলেন। তাদের সঙ্গেই লাইনের পাশেই দাঁড়িয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Railway Minister Ashwini Vaishnaw)। নাওয়া খাওয়া ভুলে শনিবার থেকে ওখানেই পড়ে রয়েছেন তিনি। ডাউন লাইন দিয়ে ওই মালগাড়ি চলে যেতেই মালবাহী ট্রেনের উদ্দেশে হাত নাড়েন তিনি। অভিশপ্ত ট্র্যাককে হাতজোড় করে প্রণাম করেন রেলমন্ত্রী।
এরপরই আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকেও ধন্যবাদ জ্ঞাপন করতে দেখা যায় রেলমন্ত্রীকে। প্রসঙ্গত, শুক্রবারের সেই ভয়াবহ দুর্ঘটনার পর শনিবার দুপুর থেকে রেলমন্ত্রীর তত্ত্বাবধানে প্রায় ১,০০০ জন শ্রমিক যুদ্ধকালীন তৎপরতায় লাইনের কাজ শুরু করে। সকালে প্রথমে ডাউন লাইন ও পরে সন্ধ্যার দিকে আপ লাইনও ঠিক হয়ে যায়।
রাত ১০ টার সময় প্রথমে ডাউন লাইনে মালগাড়ি চালিয়ে ট্রায়াল দেওয়া হয়। সফল ভাবে মালগাড়ি যেতেই হাত নাড়তে দেখা যায় রেলমন্ত্রীকে। তারপরই দেখা যায় অভিশপ্ত লাইনকে দেখে হাতজোড় করে প্রণাম করছেন তিনি। আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকেও ধন্যবাদও জানান রেলমন্ত্রী।
ডাউন লাইনে ট্রায়াল রানে সাফল্য পাওয়ার পর নিজে লাইমলাইট থেকে সরে গিয়ে সবটার কৃতিত্ব তুলে দেন শ্রমিকদের ওপর। বলেন, ‘সবাই খুব ভালো কাজ করেছেন। পুরো টিম খুব ভালো কাজ করেছে। যা হয়েছে, সেজন্য আমরা দুঃখিত। যারা পরিজনদের হারিয়েছেন, তাদের জন্য শোকাহত আমরা। কিন্তু আমাদের দুর্ঘটনার মূল কারণে পৌঁছাতে হবে। দোষীদের কঠোরতম শাস্তি দিতে হবে। আপনাদের সবাইকে অভিনন্দন। যে দ্রুততার সঙ্গে আপনারা কাজ করেছেন, সেজন্য পুরো টিমকে ধন্যবাদ।’