বাংলা হান্ট ডেস্ক: কেউ কারোর কথা(talk) শুনতে পাচ্ছে না। কিন্তু কথা বলছে। শুধু মাঝখানে একটা রেখা। আর সেই রেখা অনেকটাই চোখে (eye) জল(water) এনে দিল।
জানা গিয়েছে, ৮৮ (88) বছরের বৃদ্ধা দাঁড়িয়ে কথা বলছেন তাঁর স্বামীর সঙ্গে। মাঝখানে একটা মোটা কাচের দেওয়াল। পরস্পর পরস্পরকে দেখতে পাচ্ছেন, কিন্তু শুনতে পাচ্ছেন না কেউ কারও কথা। স্পর্শও করতে পারছেন না। দু’জনেরই চোখে অপার যন্ত্রণা। কিন্তু যন্ত্রণায় পরস্পরের হাত রাখার উপায় নেই, কারণ করোনাভাইরাস (corona)।
করোনাভাইরাসের আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। একের পর এক বিপদের খবর আসছে নানা প্রান্ত থেকে। মোট মৃতের সংখ্যা পেরিয়ে গেছে ৪০০০(4000)। আক্রান্ত এক লক্ষেরও বেশি মানুষ এমন অবস্থায় করোনা-বিধ্বস্ত এলাকাগুলিতে যেন প্রিয়জনের জন্য কাঁদারও সময় পাচ্ছেন না কেউ। নিজেকে কী করে ভয়াবহ ওই সংক্রমণ থেকে বাঁচাবেন, সেটাই ভেবে উঠতে ব্যস্ত সকলে। এমনই ভয়াবহ দুঃস্বপ্নের একটা সময়ে সামনে এল এই হৃদয়বিদারক ছবিটি।
কোনও শব্দ ছাড়াও যেন হাজারটা কথা বলছে এই ছবি। আতঙ্ক, অসহায়তা, যন্ত্রণা, যেন ফুটে উঠছে কাচের ওপরে দেখা যাওয়া আবছা বৃদ্ধের মুখে। এ ছবি যেন বলছে, মৃত্যুভয়কে জয় করে ভালবাসতে চাই আমরা।
আমেরিকার কির্কল্যান্ড শহরে এ ছবিটি তুলেছেন ফোটোগ্রাফার। কাচের ওপারে যে মানুষটি দাঁড়িয়ে আছেন, তাঁর নাম জিন ক্যাম্পবেল। ৮৯(89) বছরের বৃদ্ধের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। হাসপাতালে ভর্তি তিনি। রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। ওই হাসপাতালেই ইতিমধ্যেই চার জন বৃদ্ধ-বৃদ্ধা মারা গেছেন মারণ করোনাভাইরাসের সংক্রমণে, কোভিড ১৯(19) রোগে আক্রান্ত হয়ে। অসুস্থ অবস্থায় চিকিৎসা চলছে ৫০(50) জনের।