১৮ কোটি ভারতীয়র মধ্যে সম্ভবত করোনা অ্যান্টিবডি তৈরি হয়েছে: গবেষণার পর দাবি এক সংস্থার

বাংলাহান্ট ডেস্কঃ করোনা (corona virus) নিয়ে উত্তাল বিশ্ব, লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। থাইকোরেয়ার (Thaicore) নামের একটি সংস্থা বিভিন্ন শহরে গবেষণা চালিয়েছে।

গবেষণায় দেখা গেছে, ৬০ হাজারের বেশি মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি রয়েছে কি-না সেই পরীক্ষা চলছে। প্রায় কুড়ি দিন ধরে আর অঞ্চল হিসেবে তারা ৬০০টি ভিন্ন পিনকোড এলাকা বেছে নিয়েছেন সমীক্ষার জন্য। আর সেখানে দেখা গিয়েছে ১৫ শতাংশ মানুষের শরীরে ইতিমধ্যে অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে।

corona vaccine

এখন পর্যন্ত করোনা আক্রান্ত বিশ্বে দেড় কোটি ছাড়িয়েছে। তৃতীয় স্থানে রয়েছে ভারত। গবেষকরা মনে করছেন দেশে প্রতিদিন ৪০ হাজারের কাছাকাছি মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। মানুষের শরীরের সবচেয়ে বেশি আন্টি তৈরি হয়েছে তারপর বেঙ্গালুরুর একটি অংশে বেশি তৈরি তৈরি হয়েছে। ১৮ কোটি ভারতীয়র মধ্যে সম্ভবত করোনা অ্যান্টিবডি তৈরি হয়েছে গবেষণার পর দাবি এক সংস্থার।

c0481846 wuhan novel coronavirus illustration spl 2

এই অ্যান্টিবডি তৈরি হওয়ার বিষয়টি কোন দিকে নির্দেশ করছে মনে করা যায় অনেকেই শরীরে হয়তো কোনো সংক্রমণ রয়েছে, উপসর্গ না থাকে তারা এটা বুঝতে পারেনি কিন্তু তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার বলে কোন ভাইরাসের প্রকোপ হারিয়ে দিয়েছেন এবং শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে। সে ক্ষেত্রে অজান্তেই রোগ থেকে মুক্তির পথ খুঁজে নিয়েছে অনেক ভারতীয় শরীর এমনই মনে করা যায়।


সম্পর্কিত খবর