ব্রেকিং নিউজ! করোনা আক্রান্ত সুনীল ছেত্রী, নিজেই জানালেন তিনি

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ফের করোনার হানা ভারতীয় ক্রীড়া জগতে। এবার করোনা আক্রান্ত হলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। আইএসএলে বেঙ্গালুরু দলের অধিনায়ক এর ভূমিকায় দেখা গিয়েছিল সুনীল ছেত্রীকে। কয়েকদিন আগেই আইএসএল থেকে বিদায় নিয়েছে বেঙ্গালুরু এফসি, তারপরই আজ করোনা আক্রান্ত হয়ে পড়েন সুনীল ছেত্রী।

বৃহস্পতিবার বিকেলে নিজের টুইটার হ্যান্ডেল এই করোনা আক্রান্ত হওয়ার কথা নিজেই জানিয়েছেন সুনীল ছেত্রী। সেই সঙ্গে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন সবাই সাবধানে থাকুন এবং সুস্থ্য থাকুন।

এইদিন টুইট করে সুনীল ছেত্রী লিখেছেন, “খুব একটা ভালো খবর দেওয়ার নেই। আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তবে ভালো খবর এটাই যে আমি ভালো আছি এবং দ্রুত সুস্থ হয়ে উঠছি। খুব তাড়াতাড়ি ফুটবল মাঠে ফিরবো।” সেইসঙ্গে দেশবাসীকে সতর্ক এবং সাবধান থাকার পরামর্শ দিয়েছেন সুনীল ছেত্রী।

X